Amit Shah- Arvind Kejriwal

তিন বছর পরেই যমুনায় ডুব দেবেন কেজরী: শাহ

রাজধানীর বাসিন্দাদের মন জয়ে তৃতীয় দফায় ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। সেটি প্রকাশের দায়িত্ব নেন অমিত শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৯:১০
Share:

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। অমিত শাহ (ডান দিকে)। —ফাইল চিত্র ।

ক্ষমতায় এলে তিন বছর পরে দিল্লির যমুনা এতটাই দূষণমুক্ত হবে যে অরবিন্দ কেজরীওয়াল পরিবার নিয়ে তাতে স্নান করতে পারবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা অমিত শাহ। পাশাপাশি, গরিবদের কল্যাণে দিল্লিতে যে সরকারি প্রকল্প চালু রয়েছে, বিজেপি ক্ষমতায় এলে সেগুলি কোনও ভাবেই বন্ধ করা হবে না বলেও দাবি করলেন তিনি।

Advertisement

রাজধানীর বাসিন্দাদের মন জয়ে আজ তৃতীয় দফায় ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। সেটি প্রকাশের দায়িত্ব নেন অমিত শাহ। ইস্তাহার প্রকাশ করতে গিয়ে নতুন বিষয় নিয়ে আলোচনার তুলনায় কেজরীওয়ালকেই আক্রমণ শানাতে দেখা গিয়েছে তাঁকে। অমিত বলেন, ‘‘কেজরীওয়ালের মতো মিথ্যুক মানুষ জীবনে দেখিনি। ভোটের পর ভোট চলে যাবে, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হবে না। উল্টে নির্বাচন এলেই নিরীহ মুখ করে একগাদা মিথ্যার ডালি সাজিয়ে ভোট চাইতে নেমে পড়বেন তিনি।’’ দশ বছর আগে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে যমুনাকে দূষণ মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরীওয়াল। যুমনার দূষণ চিত্র এক দশকে পাল্টানো দূরে থাক, উত্তরোত্তর খারাপ হয়েছে। বিষয়টিকে কেজরীওয়ালের দলের বিরুদ্ধে প্রচারের হাতিয়ার করেছে কংগ্রেস-বিজেপি। অমিত বলেন, ‘‘কেজরীওয়াল বলেছিলেন, যমুনাকে দূষণ মুক্ত করে তাতে ডুব লাগাবেন। দিল্লি-সহ দেশের মানুষ সেই ‘মহা ডুব’-এর অপেক্ষায় রয়েছে। কেজরীওয়াল যদি দিল্লির যমুনায় ডুব দিতে না পারেন, তা হলে তিনি কুম্ভে গিয়ে স্নান করে আসতে পারেন। তবে বিজেপি ক্ষমতায় এলে কথা দিচ্ছি দিল্লির যমুনায় তিন বছরের মধ্যে সপরিবার ডুব দিতে পারবেন কেজরীওয়াল।’’

কেজরীওয়ালকে নিশানা করে শাহ আরও বলেন, ‘‘৫৫ কোটি টাকা খরচ করে নিজের জন্য সরকারি বাংলো (শিশ মহল) সাজিয়েছিলেন কেজরীওয়াল। যেখানে ৬৪ লক্ষ টাকার চারটি টিভি বসেছিল, কার্পেট পাতা হয়েছিল ৫০ লক্ষ টাকার। শুধু তাই নয়, আবগারি দুর্নীতিতে জামিনে মুক্ত হয়ে নিজেকে নিজেই ক্লিনচিট দিয়েছিলেন কেজরীওয়াল। তিনি
ভুলে গেলেও, জনতা জানে কেজরীওয়ালের বিরুদ্ধে দুর্নীতির মামলা এখনও চালু রয়েছে।’’

Advertisement

এ বার আপের প্রচারের প্রধান বিষয় হল, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত জনমোহিনী প্রকল্প বন্ধ করে দেবে। এই প্রচারের মোকাবিলা করতে সমস্যায় পড়তে হচ্ছে বিজেপিকে। এ নিয়ে ধোঁয়াশা দূর করতে শাহ বলেন, ‘‘আমি স্পষ্ট ভাবে বলে দিতে চাই, এটা আপের অপপ্রচার। বিজেপি ক্ষমতায় এলে গরিবদের স্বার্থে চলা কোনও প্রকল্প বন্ধ করা হবে না।’’

বিজেপির ইস্তাহারে বলা হয়েছে, দিল্লিতে পঞ্চাশ হাজার সরকারি পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগের পাশাপাশি সরকারে এলে তারা এমন নীতি নেবে যাতে দিল্লির কুড়ি লক্ষ লোক স্বনির্ভর হতে পারে। এ ছাড়া, আমদাবাদের সবরমতী রিভার ফ্রন্টের ধাঁচে যমুনা রিভার ফ্রন্ট ও দিল্লির বায়ুদূষণ কমাতে তেরো হাজার ইলেকট্রিক বাস চালানোর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

কেজরীওয়াল পাল্টা বলেন, ‘‘কেন্দ্র যে দিল্লি সরকারকে কাজ করতে দিচ্ছে না তা রাজধানীর মানুষ জানেন। ভোটারদের মন জয়ে নগদ টাকা, উপহারই ভরসা বিজেপির। আমি নিশ্চিত বিজেপি সরকারে এলে বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের বিনামূল্যে বাসের চড়ার সুবিধা, মহল্লা ক্লিনিক সব বন্ধ করে দেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement