ফাইল ছবি
সংসদে চলতি বাদল অধিবেশন শেষ হতেই ফের বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে রাজ্য বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক থেকে তেমন সম্ভাবনাই উঠে এল।
বৃহস্পতিবার রাজ্য বিজেপির যুগ্ম সম্পাদক (সংগঠন) পদে নিযুক্ত হয়েছেন সতীশ ধন্দে। এ দিনের বৈঠকে ছিলেন সতীশ। সূত্রের খবর, তিনি কথা বলেননি, শুধুই নোট নিয়েছেন।
সূত্রের খবর, এ দিনের বৈঠকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সক্রিয় মণ্ডল কমিটি গঠনের দিকে। এমন অন্তত আট থেকে দশটি জেলা আছে, যেখানে এখনও মণ্ডল কমিটি গড়ার কাজ শেষ হয়নি। বেশ কিছু জেলায় মণ্ডল কমিটি গড়া হলেও সেগুলি নিষ্ক্রিয়। রাজ্য নেতৃত্ব ৩০ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এর মধ্যে বাকি মণ্ডল কমিটি গড়ার কাজ শেষ করতে হবে। সেই সঙ্গে নিষ্ক্রিয় মণ্ডল কমিটি ভেঙে রাজ্যের অনুমোদন সাপেক্ষে নতুন মণ্ডল কমিটি গঠন করতে হবে। দলের গঠনতন্ত্র, ইতিহাস ও কর্মধারা সম্পর্কে শিক্ষা শিবির আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর, রাজ্য, জেলা ও মণ্ডল স্তরে হবে শিবির। এর জন্য রাজ্য স্তরে পাঁচ জনের দল তৈরি করা হয়েছে।
সূত্রের খবর, বুথকে শক্তিশালী করতে যে বিশেষ কর্মসূচি কেন্দ্রীয় ভাবে নেওয়া হয়েছে, তার প্রথম পর্যায়ের কাজের পর্যালোচনা করা হয়েছে। ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫তম বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি বাড়িতে পতাকা তোলার যে বিশেষ ডাক দিয়েছেন, তাকে সফল করতে বিশেষ উদ্যোগী হতে বলা হয়েছে। ১১ থেকে ১৪ অগস্ট প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা দিয়ে আসার কথা বলা হয়েছে। এই কাজের দায়িত্বে মূলত থাকবেন জনপ্রতিনিধিরাই। তবে এ দিনের বৈঠকে দলের আন্দোলনবিমুখতা নিয়ে ফের সরব হন কয়েক জন পদাধিকারী।