—ফাইল চিত্র।
লকডাউনে বন্ধ ব্যবসাপাতি। তার জেরে এ বার কর্মী ছাঁটাই করতে চলেছে দেশের বৃহত্তম বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিগো। নোভেল করোনার প্রকোপে যে অতিমারি পরিস্থিতি দেখা দিয়েছে, ব্যবসায় তার প্রভাব পড়েছে। তাই কর্মী ছাঁটাই ছাড়া আর উপায় নেই বলে জানিয়েছেন সংস্থার সিইও রণজয় দত্ত।
করোনা সংক্রমণ ঠেকাতে গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক উড়ান বন্ধ রয়েছে দেশে। ২৫ মে থেকে অন্তর্দেশীয় বিমানের উড়ানে ছাড়পত্র মিললেও, এই মুহূর্তে হাতেগোনা কিছু বিমানই চলাচল করছে। এমন পরিস্থিতিতে সংস্থার ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে বলে জানালেন রণজয়।
এই মুহূর্তে ইন্ডিগোর কর্মীসংখ্যা ২৩ হাজার ৫৩১। তার মধ্যে ১০ শতাংশকে ছাঁটাই করলেও অনেকেই চাকরি হারাবেন। কিন্তু এ ছাড়া উপায় নেই বলে জানান রণজয়। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে এই বলিদান দেওয়া ছাড়া, উড়ান পরিষেবা চালু রাখা সম্ভব নয় আমাদের সংস্থার পক্ষে। তাই সব দিক পর্যালোচনা করে সংস্থার ১০ শতাংশ কর্মীকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই প্রথম ইন্ডিগোর তরফে এই ধরনের যন্ত্রণাদায়ক সিদ্ধান্ত নেওয়া হল।’’
আরও পড়ুন: সপ্তাহে ২ দিন রাজ্যে সম্পূর্ণ লকডাউন, এ সপ্তাহে বৃহস্পতি এবং শনিবার
আরও পড়ুন: ভার্চুয়ালের বিরাট আয়োজন, কিন্তু আবেগের একুশ চাইছে ধর্মতলা ছুঁতে