ভারত ও পাকিস্তানের সেনার মধ্যে আলোচনার দরজা খুলে রাখার পরামর্শ দিল আমেরিকা। মার্কিন প্রশাসনের বিদেশ বিভাগের মুখপাত্র এলিজাবেথ ত্রুদু মন্তব্য করেছেন, ‘‘দুই দেশই শান্তি বজায় রাখুক। বুঝতে পারছি, দু’দেশের সেনার মধ্যে যোগাযোগও রয়েছে।’’ যদিও ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মন্তব্য করতে চায়নি আমেরিকা। তবে কাশ্মীর নিয়ে তাদের অবস্থান পাকিস্তানকে আবার ধাক্কা দিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে ভারতকে কোণঠাসা করতে চেয়েছেন নওয়াজ।