অ্যাম্বুল্যান্সে আগুন ধরে যাওয়ার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।
প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আচমকাই অ্যাম্বুল্যান্সে আগুন ধরে গেল। সেই অগ্নিকাণ্ডের জেরে অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডারেও বিস্ফোরণ হল। ভয়ানক এই ঘটনাটি মহারাষ্ট্রের জলগাঁওয়ের।
পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় এক প্রসূতিকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখেন চালক। বিষয়টি নজরে আসতেই অ্যাম্বুল্যান্স থামিয়ে দেন তিনি। তড়িঘড়ি প্রসূতি এবং তাঁর বাড়ির লোককে অ্যাম্বুল্যান্স থেকে নামানোর ব্যবস্থা করা হয়। প্রসূতিকে নামানোর কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো অ্যাম্বুল্যান্সে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তার মাঝে অ্যাম্বুল্যান্স জ্বলতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে আসেন উদ্ধারকাজে। সবাই যখন আগুন নেবাতে ব্যস্ত, ঠিক সেই সময়েই অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ হয়। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, আশপাশের কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে যায়। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ। তবে ঘটনার ভয়াবহতায় স্থানীয়েরা আতঙ্কিত হয়ে পড়েন।