Allu Arjun Arrested

অল্লুকে ১৪ দিনের জেল হেফাজত! ‘বেডরুমে পুলিশ, পোশাক বদলাতে পারিনি’, হাই কোর্টে অর্জুন

পুলিশের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অভিযোগ করেছেন অল্লু। সোমবার পর্যন্ত গ্রেফতারি পিছিয়ে দেওয়ার আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫
Share:

গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে অভিনেতা অল্লু অর্জুনকে। শুক্রবার। ছবি: পিটিআই।

অভিনেতা অল্লু অর্জুনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। গ্রেফতারি এবং এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। মামলার শুনানি চলছে। অভিনেতাকে আদালতে হাজির করানো হয়। তাঁকে দেখতে আদালত কক্ষের বাইরে ভিড় উপচে পড়ছিল। হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

অল্লু জানিয়েছেন, পুলিশ তাঁর ‘বেডরুমে’ ঢুকে পড়েছিল। পোশাক পরিবর্তন করার সময়ও পাননি! শেষ করতে পারেননি জলখাবার। আদালতে অল্লু এই গ্রেফতারি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করেন। নিজের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদনও জানিয়েছেন তিনি। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন অভিনেতা। তেলঙ্গানা হাই কোর্টে জরুরি ভিত্তিতে তাঁর আবেদনের শুনানি চলছে।

অল্লুকে গ্রেফতার করে নিম্ন আদালতে হাজির করিয়েছিল পুলিশ। সেখান থেকে অভিনেতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তার পরে হাই কোর্টের দ্বারস্থ হন অল্লু।

Advertisement

সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার অভিযোগ করেন অল্লু। পুলিশ জানিয়েছে, অভিনেতার সমস্ত অনুরোধকে তারা সম্মান করেছে। কিন্তু অভিনেতা পাল্টা বলেন, ‘‘আপনারা আমার অনুরোধকে সম্মান করেননি। আমি আপনাদের বলেছিলাম, আমি পোশাক পরিবর্তন করতে চাই। তার জন্য আমার সঙ্গে এক জনকে পাঠাতেও বলেছিলাম। আপনারা আমাকে নিয়ে এসেছেন, এটা ভুল নয়। কিন্তু আমার বেডরুমে ঢুকে পড়াটা বাড়াবাড়ি। এটা ঠিক নয়।’’

শুক্রবার সকালে অল্লুকে গ্রেফতার করার পর সমাজমাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়ে। দেখা যায়, অভিনেতা এক হাতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মুখে হাসিও লেগে ছিল তাঁর। স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদেরও তাঁর সঙ্গে দেখা গিয়েছিল। সেখান থেকে পুলিশ তাঁকে নিয়ে যায় বেঙ্গালুরুর থানায়।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে গত ৪ ডিসেম্বর অল্লুর নতুন ছবি ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান। তাঁর ন’বছরের সন্তান এখনও হাসপাতালে। সেই ঘটনায় অল্লু, তাঁর টিম এবং প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। শুক্রবার অভিনেতাকে গ্রেফতার করল পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement