পুড়িয়ে খুন, অভিযুক্ত দুই পুলিশকর্মী

প্রথমে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় সাংবাদিককে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। এ বার ঘুষ দেওয়ার প্রতিবাদ করায় এক সাংবাদিকের মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:২৭
Share:

প্রথমে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় সাংবাদিককে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে। এ বার ঘুষ দেওয়ার প্রতিবাদ করায় এক সাংবাদিকের মাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। পুলিশ জানিয়েছে, এ দিন কোঠি থানার সামনে অগ্নিদগ্ধ হন নীতু দ্বিবেদী নামে এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, থানা থেকে স্বামীকে ছাড়াতে গেলে পুলিশ তাঁর কাছে এক লক্ষ টাকা ঘুষ চায়। তিনি প্রতিবাদ করলে পুলিশ তাঁকে অপমান করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে সাসপেন্ড করা হয় অভিযুক্ত দুই পুলিশকর্মীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement