ইলাহাবাদ হাই কোর্ট। ফাইল চিত্র।
আগের পক্ষের স্ত্রী এবং সন্তানের যত্ন না নিলে দ্বিতীয় বিবাহ করতে পারবেন না মুসলমান পুরুষরা। বুধবার এ কথা জানিয়ে দিল এলাহাবাদ হাই কোর্ট। এই প্রসঙ্গে কোরানেরও উল্লেখ করেছে হাই কোর্ট। কোরানকে উদ্ধৃত করে হাই কোর্টের পর্যবেক্ষণ, আগের পক্ষের স্ত্রী, সন্তানদের যত্ন না নিলে মুসলমানদের দ্বিতীয় বিবাহ করা ধর্মবিরুদ্ধ। এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি প্রকাশ কেশরওয়ানি এবং রাজেন্দ্র কুমার তাঁদের পর্যবেক্ষণে বলেন, যদি কোনও মুসলমান পুরুষ বুঝতে পারেন যে, তিনি আগের পক্ষের স্ত্রী সন্তানদের দায়িত্ব নিতে অক্ষম, তবে তাঁর দ্বিতীয় বিবাহ করার ভাবনা থেকে সরে আসা উচিত। এ প্রসঙ্গে আদালতের আরও পর্যবেক্ষণ, ধর্মনির্বিশেষে কোনও পুরুষ যদি প্রথম পক্ষের স্ত্রীর আপত্তি সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করেন, তবে তিনি প্রথম পক্ষের স্ত্রীকে তাঁর সঙ্গে থাকতে বাধ্য করতে পারেন না।
কিছু দিন আগেই উত্তরপ্রদেশ নিবাসী আজিজুরাহমান প্রথম পক্ষের স্ত্রীর কাছ থেকে দাম্পত্যের অধিকার দাবি করে আদালতের শরণাপন্ন হন। কিন্তু আদালত জানায়, প্রথম পক্ষের স্ত্রীর অজান্তেই দ্বিতীয় বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। তাই ওই ব্যক্তি প্রথম স্ত্রীকে তাঁর সঙ্গে থাকতে কিংবা প্রথম স্ত্রীর কাছ থেকে দাম্পত্যের অধিকার দাবি করতে পারেন না।
একই সঙ্গে আদালত এ-ও জানিয়েছে যে, কোরানে লেখা হয়েছে এক জন মুসলমান পুরুষ সর্বাধিক চারটি বিবাহ করতে পারবেন। কিন্তু সেই ব্যক্তি যদি বুঝতে পারেন যে, তিনি আগের স্ত্রীর সঙ্গে ন্যায়বিচার করতে পারছেন না, তা হলে তাঁর একটির বেশি বিবাহ করা উচিত নয়।