ফাইল চিত্র।
মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে জিতলেন একনাথ শিন্ডে। জাদু সংখ্যা (ম্যাজিক ফিগার) পেরিয়ে ১৬৪ ভোট পেয়েছে শিন্ডে শিবির। জিততে হলে প্রয়োজন ছিল ১৪৪ জন বিধায়কের সমর্থন।
মহারাষ্ট্র বিধানসভায় শুরু হল আস্থাভোট। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে একনাথ শিন্ডেকে।
সকাল ১১টা নাগাদ আস্থাভোট মহারাষ্ট্র বিধানসভায়। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন একনাথ শিন্ডের সমর্থিত বিধায়করা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শিন্ডে শিবিরে যোগ দিয়েছেন বিধায়ক সন্তোষ বাঙ্গার।
মহারাষ্ট্রে বিরোধী দলনেতা হতে পারেন অজিত পওয়ার।
শিবসেনার পরিষদীয় নেতার পদ থেকে সরানো হল উদ্ধব শিবিরের অজয় চৌধুরিকে। ওই পদে ফেরানো হল একনাথকে।