তবরেজ আনসারিকে গণপিটুনির ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। — ফাইল চিত্র।
তবরেজ আনসারির গণপিটুনি মামলায় ১০ জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। বুধবার সেই ১০ জনকে ১০ বছরের কারাদণ্ড দিল ঝাড়খণ্ডের সেরাইকেলা আদালত। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় সাজা দেওয়া হয়েছে তাঁদের। একই সঙ্গে ১৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।
২৭ জুন ওই ১০ জনকে দোষী সাব্যস্ত করা হয়। তখন সরকারি আইনজীবী অশোককুমার রাই জানিয়েছিলেন, ৫ জুলাই সাজা ঘোষণা হবে। বুধবার সেই সাজাই ঘোষণা করা হল। রাই জানিয়েছেন, বিচার চলাকালীন এক অভিযুক্ত মারা গিয়েছেন। বাকি দু’জনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়েছে।
আদালতের রায় ঘোষণার পর দোষী ভিম সিংহ মুণ্ডা, কমল মাহাতো, মদন নায়াক, অতুল মাহালি, সুনামো প্রধান, বিক্রম মণ্ডল, চামু নায়াক, প্রেমচাঁদ মাহালি, মহেশ মাহালিকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রধান অভিযুক্ত প্রকাশ মণ্ডল ওরফে পাপ্পু মণ্ডল আগেই বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন।
২০১৯ সালের ১৭ জুন ঝাড়খণ্ডের সেরাইকেলা থানার অন্তর্গত ধাতকিদিহি গ্রামে বাইক চুরির সন্দেহে রড দিয়ে পিটিয়ে মারা হয় তবরেজকে। পুণেতে শ্রমিকের কাজ করতেন তবরেজ। ইদ উপলক্ষে বাড়ি ফিরেছিলেন। তখনই চুরির সন্দেহে তাঁকে পিটিয়ে খুন করা হয়। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে।