Shiromani Akali Dal

বিজেপির সঙ্গত্যাগ আগেই, ২৭ বছর পর ভোটের আগে পঞ্জাবে ফের মায়াবতীর হাত ধরল অকালি দল

২৭ বছর আগে ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল বিএসপি ও অকালি দল। সেবার পঞ্জাবের ১৩ লোকসভা আসনের মধ্যে ১১টিতে জিতেছিল তারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ১২ জুন ২০২১ ১৪:৫১
Share:

মায়াবতী ও শুকবীর সিংহ বাদল।

নয়া কৃষি আইন নিয়ে মতবিরোধের জেরে বিজেপি-র সঙ্গে দীর্ঘদিনের গাঁটছড়া আগেই ছিঁড়েছে শিরোমণি অকালি দল। এ বার পঞ্জাবের নির্বাচনের আগে মায়াবতীর দল বহুজন সমাজ পার্টির জোট বাঁধল শুকবীর সিংহ বাদলের দল। শনিবার সাংবাদিক বৈঠকে জোটের ঘোষণা করে বাদল বলেন, ‘‘পঞ্জাবের রাজনীতিতে আজ নতুন দিন। সামনের নির্বাচনে তো বটেই, আগামী দিনেও একসঙ্গেই লড়বে অকালি দল ও বিএসপি।’’

Advertisement

সামনের বছরেই পঞ্জাবের ১১৭ আসনে বিধানসভা নির্বাচন। সূত্রের খবর, আগের নির্বাচনে বিজেপি যে ক’টি আসনে লড়েছিল, এ বার জোটসঙ্গী হিসাবে বিএসপি-ও সেই ক’টি আসনেই লড়বে। সেই হিসেবে বিএসপি-কে ২০ আসনে লড়তে দেওয়া হতে পারে। বাকি ৯৭ আসনে লড়বে অকালি দল।

দীর্ঘ ২৭ বছর আগে ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল বিএসপি এবং শিরোমণি অকালি দল। সে বার পঞ্জাবের ১৩ লোকসভা আসনের মধ্যে ১১ আসনে জিতেছিল সেই জোট। ৩ আসনে লড়ে তিনটিতেই জয় পেয়েছিল মায়াবতীর বিএসপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement