প্রণব-খোঁচা ওয়াইসিরও

আরএসএস দফতরে প্রণবের সফরকে কংগ্রেস যতই উপেক্ষা করতে চাক, বিজেপি-আরএসএস সেটিকে জিইয়ে রাখতেই উৎসাহী। ‘বিজেপি-বন্ধু’ বিরোধী বলে পরিচিত এমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি-ও এই সুযোগে একহাত নিলেন কংগ্রেসকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ০৩:২৪
Share:

আসাউদ্দিন ওয়াইসি

আরএসএস দফতরে প্রণবের সফরকে কংগ্রেস যতই উপেক্ষা করতে চাক, বিজেপি-আরএসএস সেটিকে জিইয়ে রাখতেই উৎসাহী। ‘বিজেপি-বন্ধু’ বিরোধী বলে পরিচিত এমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি-ও এই সুযোগে একহাত নিলেন কংগ্রেসকে। কাল রাতে কে চন্দ্রশেখর রাওয়ের ইফতারে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘পঞ্চাশ বছর কংগ্রেসকে দেওয়ার পর প্রণব আরএসএসের সদর দফতরে যাচ্ছেন। আর কংগ্রেস সেটিকে সমর্থন করছে? এই কংগ্রেসের উপরে ভরসা করা যায় না।’’ যদিও প্রণবের নাগপুর যাওয়া নিয়ে কংগ্রেসের মধ্যেও বিস্তর ক্ষোভ রয়েছে। যেমন মণীশ তিওয়ারি আজও বলেন, ‘‘প্রণব যে সঙ্ঘপিতাকে ‘মহান সন্তান’ বলেছেন আর মোহন ভাগবতের সঙ্গে সব ঘুরে দেখেছেন, সেই ছবিই সকলে মনে রাখবে।’’ প্রণব নাগপুরের অতিথি হওয়ার আগে মোহন ভাগবত দু’বার প্রণবের রাজাজি মার্গের বাড়িতে এসেছেন। কংগ্রেসের এক নেতার প্রশ্ন, ‘‘কী কারণে ভাগবত এত ঘন ঘন প্রণবের বাড়িতে এসেছেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement