Bomb Threat in Delhi Schools

ভোটগণনার আগেই আবার বোমাতঙ্ক দিল্লিতে, দু’টি স্কুলে ইমেল পাঠিয়ে বিস্ফোরণের হুমকি

নয়ডার চারটি স্কুলে ইমেল পাঠিয়ে বোমা রয়েছে বলে হুমকি দেওয়ার ঘটনায় চলতি সপ্তাহেই নবম শ্রেণির এক ছাত্রকে আটক করে পুলিশ। সে স্কুলে না যাওয়ার উদ্দেশ্যে এমন কাজ করেছিল বলে পুলিশের দাবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৬
Share:

প্রতীকী ছবি।

ফের বোমা হামলার হুমকি দিল্লির স্কুলে। শুক্রবার সকালে রাজধানীর দু’টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই নিয়ে গত দু’মাসে এক ডজনেরও বেশি বার দিল্লিতে এই ধরনের ঘটনা ঘটল!

Advertisement

দিল্লির ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে বুধবার। শনিবার সকাল থেকে হবে গণনা। তার আগে ইমেল পাঠিয়ে বোমা হামলার হুমকি চিন্তায় ফেলেছে পুলিশকে। দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নয়ডা সীমানাঘেঁষা শিব নাদার এবং অ্যালকন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়।

নিরাপত্তার কারণে পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে স্কুলে তল্লাশি চালায় পুলিশ। কিন্তু কিছুই মেলেনি। প্রসঙ্গত, নয়ডার চারটি স্কুলে ইমেল পাঠিয়ে বোমা রয়েছে বলে হুমকি দেওয়ার ঘটনায় বুধবার নবম শ্রেণির এক ছাত্রকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানায়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) প্রযুক্তি ব্যবহার করে নিজের অবস্থান এবং আইপি অ্যাড্রেস গোপন করেছিল ১৫ বছরের কিশোর। আর এ সব করেছিল, যাতে তাকে স্কুল যেতে না হয়। কিন্তু শুক্রবার আবার বোমাতঙ্ক ছড়ানোর ঘটনা ঘটল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement