Agnipath Scheme

'Agnipath' recruitment scheme: অগ্নিপথ: নিয়োগ নিয়ে মঙ্গলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে সেনার তিন বাহিনীর প্রধান

দেশ জুড়ে বিক্ষোভের মধ্যে রবিবার ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আগামী দিনে সেনায় নিয়োগ অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুন ২০২২ ২১:১৯
Share:

ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন মোদী

সেনায় চুক্তিভিত্তিক নিয়োগের প্রকল্প অগ্নিপথের বিরুদ্ধে দেশজোড়া বিক্ষোভ আন্দোলনের আবহে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানেরা। সূত্রের খবর, অগ্নিপথ প্রকল্পে নিয়োগের বিষয়টি নিয়েই সেনার সঙ্গে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।

Advertisement

অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভের মধ্যে রবিবার ভারতীয় সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আগামী দিনে সেনায় নিয়োগ অগ্নিপথ প্রকল্পের মাধ্যমেই হবে। বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, অগ্নিপথ প্রকল্পে আবেদনকারীদের মুচলেকা দিয়ে বলতে হবে, তাঁরা কোনও হিংসাত্মক আন্দোলনে অংশ নেননি। এ-ও জানিয়ে দেওয়া হয়েছে, যাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ পুলিশের খাতায় নথিভুক্ত হয়েছে, তাঁরা কোনও ভাবেই সেনায় চাকরি পাবেন না।

রবিবার সরাসরি অগ্নিপথ-বিক্ষোভ নিয়ে কোনও মন্তব্য না করলেও দিল্লিতে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘এটা দেশের দুর্ভাগ্য যে, ভাল উদ্দেশ্যে আনা অনেক ভাল জিনিস রাজনীতির রঙে আটকা পড়ে যায়। টিআরপির বাধ্যবাধকতায় সংবাদমাধ্যমও তাতে জড়িয়ে পড়ে।’’ এর পরেই প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের বৈঠকের খবর প্রকাশ্যে এল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement