পোড়ানো হল কুশপুতুল

যে সব মাদ্রাসায় ইং‌রেজি, অঙ্ক, বিজ্ঞানের মতো প্রথাগত বিষয় না পড়িয়ে শুধু ধর্মীয় বিষয় পড়ানো হয়, মহারাষ্ট্রের সে সব মাদ্রাসাকে ‘নন স্কুল’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ-প্রতিবাদ।

Advertisement
ঠাণে শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০৩:০৩
Share:

যে সব মাদ্রাসায় ইং‌রেজি, অঙ্ক, বিজ্ঞানের মতো প্রথাগত বিষয় না পড়িয়ে শুধু ধর্মীয় বিষয় পড়ানো হয়, মহারাষ্ট্রের সে সব মাদ্রাসাকে ‘নন স্কুল’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তার পর থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ-প্রতিবাদ। শনিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীসের কুশপুতুল পোড়ানো হয়েছে ঠাণের মুম্বরা এলাকায়। মুম্বইয়ের অমৃতনগর এলাকাতেও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন প্রতিবাদ জানিয়েছেন। এনসিপি নেতা জিতেন্দ্র ঔহাদ জানান, রাজ্য জুড়ে ১৯৯০-টিরও বেশি মাদ্রাসা রয়েছে। সরকারের সিদ্ধান্তের ফলে মাদ্রাসাগুলি তাদের মর্যাদা হারাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement