ফাইল চিত্র।
বিতর্কিত মন্তব্যের জেরে 'প্রাণভয়ে' এ বার দিল্লি ছাড়তে বাধ্য হল বিজেপির বহিষ্কৃত নেতা নবীন জিন্দলের পরিবার। নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের সমর্থন জানিয়ে টুইট করেছিলেন পদ্ম শিবিরের আরেক মুখপাত্র নবীন। তার জেরেই বিভিন্ন মহলে নূপুরের পাশাপাশি নিন্দিত হয়েছেন নবীনও। ‘চাপে’পড়ে নবীনকে বরখাস্ত করেছেন বিজেপি নেতৃত্ব।
তবে তাঁর পরিবার দিল্লি ত্যাগ করলেও তিনি সেখানেই রয়েছেন বলে জানিয়েছেন বিজেপির ওই বহিষ্কৃত নেতা। এই প্রসঙ্গে নবীন জিন্দল বলেছেন, ‘‘আমি এখনও দিল্লিতেই রয়েছি। আতঙ্কে আমার পরিবার দিল্লি ছেড়ে চলে গিয়েছে।" তাঁদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকি পাওয়ার পরই আতঙ্কে জিন্দলের পরিবার দিল্লি ছেড়েছে বলে জানা গিয়েছে।
বিতর্কের আবহে কয়েক দিন আগে তাঁকে কয়েক জন ধাওয়া করেছিলেন বলে অভিযোগ করেছেন নবীন। সে দিন এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বিজেপির ওই বহিষ্কৃত নেতা। এই ঘটনা সম্পর্কে পুলিশকে জানিয়েছেন নবীন। অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এ দিকে, যত দিন গড়াচ্ছে, নূপুর-মন্তব্যের বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ছে। প্রতিবাদের রেশ ছড়িয়েছে পশ্চিমবঙ্গেও। ইতিমধ্যেই নূপুর শর্মা, নবীন জিন্দলদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। তাঁদের গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। নূপুরের মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে কাতার, ইরান-সহ একাধিক দেশ। যদিও এখনও এই প্রসঙ্গে নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।