Jammu and Kashmir Terror Attack

পহেলগাঁও হামলার পর দিনই ভারতে ঢোকার চেষ্টা! উরিতে দুই জঙ্গিকে নিকেশ করল সেনা

বুধবার সেনার তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। সেনা জানিয়েছে, দুই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ মিলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১২:২৪
Share:
জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা।

জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। —ফাইল ছবি।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পরেই জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার উরিতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা! দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। বুধবার সেনার তরফে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। সেনা জানিয়েছে, দুই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ মিলেছে।

Advertisement

সেনা জানিয়েছে, বুধবার অন্তত ২-৩ জন জঙ্গি বারামুলার উরিতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যায় ভারতীয় সেনা। গুলির লড়াই হয় জঙ্গিদের সঙ্গে। সেই সময়েই দুই জঙ্গির মৃত্যু হয়।

পহেলগাঁওয়ে মঙ্গলবার দুপুরের জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা। আহত আরও অনেকে। মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সকালে তিনি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান। কথা বলেন তাঁদের পরিজনদের সঙ্গে। জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement