বম্বে হাই কোর্ট মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিল যে, দক্ষিণ মুম্বইয়ের ওই দু’টি ফ্ল্যাট প্রবীণাকে দিতে হবে। — ফাইল ছবি।
৮০ বছরের লড়াই। অবশেষে নিজের দু’টি ফ্ল্যাট ফেরত পেলেন ৯৩ বছরের মহিলা। বম্বে হাই কোর্ট মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিল যে, দক্ষিণ মুম্বইয়ের ওই দু’টি ফ্ল্যাট প্রবীণাকে দিতে হবে।
দক্ষিণ মুম্বইয়ের রুবি ম্যানসন আবাসনে রয়েছে দু’টি ফ্ল্যাট। একটির আয়তন ৫০০ বর্গ ফুট, অন্যটি ৬০০ বর্গফুটের। ১৯৪২ সালের ২৮ মার্চ ভারতের তৎকালীন প্রতিরক্ষা আইনে ওই দু’টি ফ্ল্যাট অধিগ্রহণ করে ব্রিটিশ সরকার। সেই সময় আইন ছিল, ব্রিটিশ শাসক চাইলে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে।
১৪৬ সালের জুলাই মাসে অধিগ্রহণ করা ফ্ল্যাট দু’টি ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছিল আদালত। যদিও তার পরেও মালকিন অ্যালিস ডিসু’জাকে সেই ফ্ল্যাট ফেরানো হয়নি। এখন ওই ফ্ল্যাটে থাকেন তৎকালীন ব্রিটিশ সরকারি কর্মীদের উত্তরাধিকারীরা। ব্রিটিশ সরকার ফ্ল্যাট দু’টি অধিগ্রহণের পর তাতে থাকতে শুরু করেছিলেন ডিএস লড নামে এক সরকারি আমলা। এখন তাঁর উত্তরাধিকারীরাই ওই ফ্ল্যাটে থাকেন।
অ্যালিস পিটিশনে জানিয়েছেন, সরকার ফ্ল্যাট ফেরানোর নির্দেশ দিলেও প্রকৃত মালিকের হাতে আসেনি। হাই কোর্টের পর্যবেক্ষণ, ফ্ল্যাট দু’টি এখনও অধিগৃহীত রয়েছে। বিচারপতি আরডি ধানুকা এবং এমএম সথায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আট সপ্তাহের মধ্যে প্রবীণার হাতে তুলে দিতে হবে তাঁর দু’টি ফ্ল্যাট।