Raghav Chadha

বাংলোয় থাকার অধিকার নেই রাঘবের: কোর্ট

এই রায়ের পরে রাঘব এক বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলোনিয়ে বিজেপির নির্দেশে নজিরবিহীন ও একতরফা সিদ্ধান্ত নেওয়াহয়েছে। আমাকে নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। আমি উপযুক্ত আইনি ব্যবস্থা নেব।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ ০৯:২৬
Share:

আপ সাংসদ রাঘব চাড্ডা। —ফাইল চিত্র।

রাজ্যসভার সচিবালয় বাংলো বরাদ্দ বাতিল করার পরে সেখানে থাকার অধিকার আপ সাংসদ রাঘব চাড্ডার নেই বলে জানাল দিল্লির আদালত। ফলে এখন তাঁকে বাংলো ছাড়তে বলতে পারে রাজ্যসভার সচিবালয়।

Advertisement

প্রথম বারের সাংসদ রাঘবকে গত বছরের জুলাই মাসে একটি ‘টাইপ ৬’ বাংলো বরাদ্দ করেছিল রাজ্যসভার সচিবালয়। কিন্তু তিনি একটি ‘টাইপ ৭’ বাংলো চান। গত বছরেরসেপ্টেম্বর মাসে তাঁকে দিল্লির পান্ডারা রোডে তেমন একটি বাংলো দেওয়া হয়। কিন্তু পরে সেই বাংলো বরাদ্দের নির্দেশ বাতিল করে সচিবালয় জানায়, প্রথম বারের সাংসদের ওই শ্রেণির বাংলো পাওয়ার অধিকার নেই। রাঘবকে ওই বাংলো খালি করতে বলে সচিবালয়।

এই নির্দেশের বিরুদ্ধে পাটিয়ালা হাউস কোর্টে আবেদন করেন রাঘব। প্রথমে নির্দেশ স্থগিত রাখে আদালত। কিন্তু রাজ্যসভার সচিবালয়ের বক্তব্য শোনার পরে শুক্রবার স্থগিতাদেশ তুলে নিয়ে আদালত জানিয়েছে, ‘‘রাজ্যসভার সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত ওই বাংলো দখলে রাখার অধিকার আবেদনকারীর নেই। বিশেষ সুবিধে হিসেবে আবেদনকারীকে সরকারি বাসস্থান দেওয়া হয়েছে।’’

Advertisement

এই রায়ের পরে রাঘব এক বিবৃতিতে বলেছেন, ‘‘বাংলোনিয়ে বিজেপির নির্দেশে নজিরবিহীন ও একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাকে নোটিস পর্যন্ত দেওয়া হয়নি। আমি উপযুক্ত আইনি ব্যবস্থা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement