প্রতীকী ছবি।
পাশের বাড়িতে গিয়ে টেলিভিশন চালাতে বলায় প্রতিবেশী গলা টিপে খুন করলেন একটি ৮ বছরের মেয়েকে। তামিলনাড়ু পুলিশ এই খবর দিয়েছে। ওই প্রতিবেশী ও তার এক সঙ্গীকে গ্রেফতার করা হয়েছে। ‘পক্সো’ আইনে রুজু হয়েছে মামলাও।
তামিলনাড়ুর তুতিকোরিন জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, ৮ বছরের মেয়েটি পড়ত জেলার একটি স্কুলের তৃতীয় শ্রেণিতে। থাকত তার বিবাহবিচ্ছিন্না মায়ের সঙ্গে। মা দিনমজুরের কাজ করেন।
বাড়িতে টেলিভিশন নেই বলে মেয়েটি মাঝেমধ্যেই পাশের বাড়িতে চলে যেত। সেখানে গিয়ে আবদার করত টিভি চালানোর। বুধবারও পাশের বাড়িতে গিয়ে একই আবদার করে তৃতীয় শ্রেণিতে পড়া ছাত্রীটি। ওই সময় পাশের বাড়িতে পারিবারিক কলহ চলছিল। তারই মধ্যে ওই আবদার শুনে মেয়েটির গলা টিপে ধরেন প্রতিবেশী। তাতেই শ্বাসরুদ্ধ হয়ে মেয়েটি মারা যায়। তখন মেয়েটির দেহটিকে একটি প্লাস্টিকের ড্রামে ঢুকিয়ে তার ঢাকনা চাপা দিয়ে দেন প্রতিবেশী।
আরও পড়ুন: স্যানিটাইজ়ারে চড়া কর, কেন্দ্রের মতে যুক্তি আছে
আরও পড়ুন: হাল বুঝতে লাদাখ যাবেন রাজনাথ
ঘণ্টাখানেক পর ওই প্রতিবেশি প্লাস্টিকের ড্রামটি নিয়ে চলে যান তাঁর বাড়ির কাছেই একটি সেতুতে। সেখান থেকে শিশুর দেহটি তিনি নীচে খালের জলে ফেলে দেন। সেটা এক জন দেখে ফেলেন। সঙ্গে সঙ্গে তিন খবর দেন পুলিশে।
পুলিশ এসে খালের জল থেকে শিশুটির দেহ উদ্ধার করে। তার পর গ্রেফতার করা হয় আততায়ীকে। বাড়ি থেকে প্লাস্টিকের ড্রামটি বয়ে নিয়ে আসতে আরও এক জন সাহায্য করেছিল আততায়ীকে। তাকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অটোপসি রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। গলা টিপে মারার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কি না, জানতে।