Afghanistan Embassy Closed

বন্ধই হচ্ছে আফগান দূতাবাস, ঘোষণা

তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানে মানবিক, বাণিজ্যিক ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য চালু রাখার জন্য কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করেনি দিল্লি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৩ ০৯:১৮
Share:

বন্ধ হল আফগান দূতাবাস। —ফাইল চিত্র।

, ৩০ সেপ্টেম্বর: কূটনৈতিক সূত্রে খবরটা শোনা যাচ্ছিল আগেই। এ বার একটি সংবাদ সংস্থার তরফে প্রকাশ্যে এল ভারতের আফগান দূতাবাসের সিলমোহর দেওয়া এক বিবৃতি। সেখানে বলা হয়েছে, আগামিকাল থেকে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাসের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধু আফগান নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া সংক্রান্ত ‘কনসুলার সার্ভিস’ আপাতত চালু থাকবে।

Advertisement

তালিবান সরকারকে স্বীকৃতি না দিলেও আফগানিস্তানে মানবিক, বাণিজ্যিক ও চিকিৎসা সংক্রান্ত সাহায্য চালু রাখার জন্য কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করেনি দিল্লি। আবার পদচ্যুত আশরফ ঘানি সরকারের নিযুক্ত কূটনীতিকদের দিল্লির আফগান দূতাবাস থেকে কাজকর্ম চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এ দিন প্রকাশিত বিবৃতিটিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখ, অনুতাপ ও হতাশার সঙ্গে নয়াদিল্লির আফগান দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফগানিস্তান ও ভারতের দীর্ঘ, ঐতিহাসিক সহযোগিতার প্রেক্ষিতে সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তাৎপর্যপূর্ণ ভাবে, বিবৃতিতে আফগান দূতাবাসের কাজকর্ম বন্ধ করে দেওয়ার যে কারণগুলি তুলে ধরা হয়েছে, তার প্রথমেই রয়েছে— সংশ্লিষ্ট (হোস্ট) দেশের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়া। বলা হয়েছে, এর ফলে দূতাবাসের পক্ষে কার্যকারিতার সঙ্গে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছিল না। কূটনীতিকদের ভিসা পুনর্নবীকরণ-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সাহায্য না মেলায় দূতাবাসের টিমের মধ্যেও হতাশা দেখা দিচ্ছিল। বলা হয়েছে, ‘আমরা মানছি, ভারতের তরফে কূটনৈতিক সহযোগিতার অভাব থাকায় এবং কাবুলে একটি স্বীকৃত সরকার না থাকায় প্রত্যাশামাফিক কাজ করার ক্ষেত্রে আমাদের কিছু ঘাটতি থেকে যাচ্ছিল।’ একই সঙ্গে কর্মী ও সম্পদের অভাবও তাদের সুষ্ঠু ভাবে কাজ করার পথে বাধা সৃষ্টি করছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement