পূর্ণমন্ত্রীর দায়িত্ব উদ্ধবের ছেলেকে

এক মাসের মধ্যেই ফের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ০৩:০১
Share:

আদিত্য ঠাকরে

এক মাস পরে মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর ছেলে আদিত্য-সহ এ দিন মন্ত্রিসভায় যোগ দিয়েছেন ৩৬ জন নতুন সদস্য। উপমুখ্যমন্ত্রী হয়েছেন এনসিপি-র অজিত পওয়ার। আজ নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি।

Advertisement

আজ এনসিপি-র ১০ জন পূর্ণমন্ত্রী ও চার জন প্রতিমন্ত্রী, শিবসেনার আট জন পূর্ণমন্ত্রী ও চার জন প্রতিমন্ত্রী এবং কং‌গ্রেসের আট জন পূর্ণমন্ত্রী ও দু’জন প্রতিমন্ত্রী। এক মাসের মধ্যেই ফের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার। এর আগে দেবেন্দ্র ফডণবীসের ৩ দিনের সরকারেও উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন শিবসেনার তরুণ মুখ আদিত্য। মন্ত্রিসভায় রয়েছেন কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণও। কংগ্রেসের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণের অবশ্য মন্ত্রিসভায় স্থান হয়নি। সূত্রের খবর, তাঁকে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস প্রধানের দায়িত্ব দেওয়া হতে পারে।

আরও পড়ুন: সিএএ সমর্থন করুন, ক্ষোভের আঁচ সামলাতে এ বার ময়দানে মোদী

Advertisement

এ দিনের শপথের সময়ে কংগ্রেস বিধায়ক কে সি পডবী রাজ্যপালের ভৎর্সনার মুখে পড়েন। শপথ নেওয়ার সময়ে নিজের কেন্দ্রের ভোটারদের ধন্যবাদও জানান তিনি। রাজ্যপাল বলেন, ‘‘আপনি প্রোটোকল ভাঙছেন। প্রথম সারিতে থাকা প্রবীণ নেতারা সম্ভবত আপনাকে বলতে পারবেন যে প্রোটোকল ভাঙা উচিত নয়।’’ পরে প্রবীণ নেতাদের অনুরোধে ফের প্রোটোকল মেনে শপথ নেন পডবী।

শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন বিজেপি নেতারা ও শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। নামপ্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতার কথায়, ‘‘এই সরকার মহারাষ্ট্রের কৃষকদের দাবি মেটাতে পারেনি। তাই আমাদের ওই অনুষ্ঠানে যেতে ইচ্ছে হয়নি।’’ অন্য এক বিজেপি নেতার কথায়, ‘‘গত মাসে উদ্ধব ঠাকরের শপথের সময়ে দেবেন্দ্র ফডণবীস-সহ রাজ্য বিজেপি নেতারা হাজির ছিলেন। সব শপথে যাওয়ার প্রয়োজন নেই।’’ রাজনৈতিক সূত্রের খবর, সঞ্জয় রাউতের ভাই সুনীলের মন্ত্রিসভায় স্থান হয়নি। তাই শপথগ্রহণ অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন সঞ্জয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement