Pawan Kalyan

গাড়ির ছাদে বসে ‘বেপরোয়া স্টান্ট’! চিরঞ্জীবীর ভাইয়ের বিরুদ্ধে পুলিশে নালিশ বাইকচালকের

গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ইপ্পাতম গ্রামে গিয়েছিলেন তেলুগু ছবির তারকা তথা জনসেনা পার্টির সভাপতি পবন। ওই সফরের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই ‘বিপাকে’ পড়েছেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২২:০১
Share:

একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চলন্ত গাড়ির ছাদে এ ভাবেই বসে রয়েছেন পবন কল্যাণ। ছবি: সংগৃহীত।

তেলুগু ছবির তারকা চিরঞ্জীবীর ভাই তথা অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণের বিরুদ্ধে বেপরোয়া ‘স্টান্ট’ করার অভিযোগে পুলিশে নালিশ ঠুকলেন এক মোটরবাইক চালক। শনিবার এফআইআরে তাঁর দাবি, পবনের গাড়ি বিপজ্জনক ভাবে এগোচ্ছিল। সেটির ছাদে বেপরোয়া ভাবে বসেছিলেন পবন। যার জেরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়েন তিনি। ওই ‘স্টান্টের’ জেরেই অন্যদেরও জীবন বিপন্ন হয়েছে। এ নিয়ে পবনের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের আর্জি জানিয়েছেন অভিযোগকারী।

Advertisement

গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ইপ্পাতম গ্রামে গিয়েছিলেন জনসেনা পার্টি (জেএসপি)-র সভাপতি পবন। সেখানকার একটি রাস্তা চওড়া করার জন্য স্থানীয়দের বাড়ি ভাঙা পড়েছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষাতের জন্য ওই গ্রামে গিয়েছিলেন পবন। তবে ওই সফরের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই ‘বিপাকে’ পড়েছেন তিনি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, নিজের চলন্ত গাড়ির ছাদে হাত-পা ছড়িয়ে বসে রয়েছেন পবন। গাড়ির দরজায় ঝুলছেন তাঁর নিরাপত্তারক্ষীরা। ওই গাড়ির পিছনে তাঁর আরও কয়েকটি গাড়িও ছিল। পবনের এ হেন ‘কীর্তিতে’ নেটমাধ্যমে হইচই শুরু হয়ে যায়। অনেকেই বলতে থাকেন, এ যেন একেবারে অ্যাকশন সিনেমার দৃশ্য!

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলগিরিতে জেএসপি কার্যালয়ে পবনের কনভয় আটকেছিল পুলিশ। তবে পুলিশের কাছে ছাড়পত্র পাওয়ার পর আবার যাত্রা শুরু হয় পবনের। সেখান থেকে ইপ্পাতম গ্রামে যাওয়ার পথে গাড়ির ছাদে গিয়ে বসেন পবন।

এফআইআরে পি শিব কুমার নামে ওই অভিযোগকারীর দাবি, ‘‘মিস্টার পবন কুমার গাড়ির উপরে বসে থাকলেও সেটি বেপরোয়া ভাবে অত্যন্ত দ্রুত গতিতে চালানো হচ্ছিল। পিছনে অন্য গাড়িগুলিও একই গতিতে চলছিল।’’ বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য ওই গাড়ির চালক-সহ তেলুগু ছবির ‘পওয়ার স্টার’ পবনের বিরুদ্ধেও পদক্ষেপের আবেদন করেছেন শিব কুমার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement