Maharashtra Mahayuti Alliance

শিন্দেসেনার ২০ জনেরও বেশি বিধায়কের নিরাপত্তা কমাল ফডণবীসের দফতর, জোটের ভিতরে ঠান্ডা যুদ্ধ?

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের হাতে রয়েছে। তাই জোটের অন্দরে ঠান্ডা যুদ্ধ চলছে কি না, তা নিয়ে নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৩
Share:
(বাঁ দিকে) একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডণবীস (ডান দিকে)।

(বাঁ দিকে) একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডণবীস (ডান দিকে)। —ফাইল ছবি।

মহারাষ্ট্রের শাসকজোটের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দের দল শিবসেনার ২০ জনেরও বেশি বিধায়কের নিরাপত্তা আংশিক প্রত্যাহার করে নিল সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। ‘টাইমস অফ ইন্ডিয়া’ তাদের একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ‘ইন্ডিয়া টুডে’ সূত্র উদ্ধৃত করে একই খবর প্রকাশ করেছে।

Advertisement

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীসের হাতে রয়েছে। তাই জোটের অন্দরে ঠান্ডা যুদ্ধ চলছে কি না, তা নিয়ে নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহারাষ্ট্রের রাজনীতিতে গুঞ্জন, কয়েক দিন ধরেই রাজনৈতিক টানাপড়েন চলছে শিন্দের নেতৃত্বাধীন শিবসেনা এবং বিজেপির মধ্যে। সূত্রের খবর, প্রশাসনে জোটের আর এক শরিক দল অজিত পওয়ারের এনসিপির প্রভাব বৃদ্ধি করে তাঁদের প্রভাব খর্ব করা হচ্ছে বলে মনে করছেন শিন্দেসৈনিকেরা।

এই আবহেই শিন্দের দলের ২০ জনেরও বেশি বিধায়কের নিরাপত্তা কাটছাঁট করা হয়েছে বলে খবর। ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুসারে শিবসেনার যে বিধায়কেরা মন্ত্রী নন, তাঁদের ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন থেকে ওই বিধায়কদের নিরাপত্তায় কেবল এক জন পুলিশ কনস্টেবল থাকবেন।

Advertisement

বিজেপি এবং এনসিপির কয়েক জন নেতার নিরাপত্তাও কমানো হয়েছে। তবে নিরাপত্তায় সবচেয়ে বেশি কোপ পড়েছে শিন্দেসেনার বিধায়ক এবং নেতাদের উপরেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement