প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানে আপ সমর্থকরা। —পিটিআই
কেন্দ্র ও উপরাজ্যপালের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানে নামলেন আপ সমর্থকরা। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিলে যোগ দিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। যদিও মাঝপথেই সেই অভিযান আটকে দিল পুলিশ। পুলিশের বক্তব্য, বিনা অনুমতিতে ১৪৪ ধারা জারি থাকা এলাকায় মিছিল হওয়ায় তা আটকে দেওয়া হয়েছে।
আইএএস অফিসারদের ‘ধর্মঘট’ ইস্যুতে উপরাজ্যপালের বাড়িতে কেজরীবাল ও তাঁর তিন মন্ত্রীর ধর্না ঘিরে গত এক সপ্তাহ ধরেই সরগরম দিল্লির রাজনীতি। রবিবার ছিল সেই কর্মসূচির সপ্তম দিন। তবে গত সাত দিন এই আন্দোলন উপরাজ্যপালের বাসভবনের অন্দরেই সীমাবদ্ধ ছিল। রবিবার তা নেমে এল রাজধানীর রাজপথে।
কেজরীবালের ধর্না আন্দোলনকে আগেই সমর্থন জানিয়েছিলেন সীতারাম ইয়েচুরি। শুধু নীতিগত সমর্থন নয়, আম আদমি পার্টির প্রধানমন্ত্রীর বাসভবন অভিযানে সিপিএম কর্মী-সমর্থকরাও রাস্তায় নামবেন বলে এদিন টুইট করে জানান সিপিএম সাধারণ সম্পাদক। সেই মতো রবিবার আপ ও সিপিএম কর্মীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল করে যাত্রা শুরু করেন। কিন্তু মাঝপথে পার্লামেন্ট স্ট্রিটেই তাঁদের আটকে দেয় পুলিশ। তারপরই অবশ্য সেই অভিযানে ইতি টানার কথা জানিয়ে দেয় আপ।
আপের মিছিলে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইযেচুরি। —পিটিআই
আরও পড়ুন: কে বলল স্ট্রাইক করেছি? সাংবাদিক সম্মেলনে দিল্লির আমলারা
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলের কোনও অনুমতি নেওয়া হয়নি। দিল্লি জেলা পুলিশ এই ধরণের কোনও র্যালির আবেদনপত্রই পায়নি। তাছাড়া আবাসিক এলাকায় মিছিল-মিটিং নিষিদ্ধ। ১৪৪ ধারাও জারি রয়েছে। তাই মিছিল আটকে দেওয়া হয়েছে।
আইএএস অফিসাররা অলিখিত ধর্মঘট করে মন্ত্রীদের কোনও বৈঠকে যোগ দিচ্ছেন না এবং আর রাজ্যপাল তাতে মদত দিচ্ছেন। এই অভিযোগ তুলে সাত দিন ধরে উপরাজ্যপাল অনিল বৈজলের বাসভবন রাজ নিবাসে ধর্না চালিয়ে যাচ্ছেন অরবিন্দ কেজরীবালরা। তাঁদের সঙ্গে পরিবার বা দলের কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না। এমনকী শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকেও দেখা করার অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, কেজরিওয়ালও বারবার কেন্দ্রকে বিষয়টিতে হস্তক্ষেপের আর্জি জানাচ্ছেন। কিন্তু উপরাজ্যপাল বা কেন্দ্র, কেউই এখনও তাতে হস্তক্ষেপ করেনি। তারপরই এদিন রাজপথে নেমে আন্দোলনে নামল কেজরীবালের আপ।
আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকেও জোট জল্পনা, কেজরীবালের হয়ে মোদীর দ্বারস্থ মমতা