thief

Thief: গরাদের ফাঁক গলে জেল থেকে পালাল চোর! ধরা পড়ে করল ঘটনার পুনর্নির্মাণও

না, কোনও যন্ত্রপাতি নয়। হাতই যেন তার অনেক কিছু! সেকেন্ডের মধ্যে লকআপ থেকে পালিয়ে গিয়েছিল সে। কী ভাবে পালিয়েছিল, সেই ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়ো প্রকাশ্যে এনেছে পুলিশ। ঘটনাটি পুণের চাকান থানার।

Advertisement

সংবাদ সংস্থা

পুণে শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ১৪:৩৭
Share:

কী ভাবে পালাচ্ছে চোর তারই নমুনা দেখাচ্ছে সে নিজেই। ছবি সৌজন্য ফেসবুক।

লোহার গরাদও যে তার কাছে কোনও বাধা নয়, তা একেবারে হাতেনাতে প্রমাণ করে দিল চোর! চোরের কাণ্ডে হতবাক পুলিশ। জেলখানার লোহার রডের ফাঁক গলেও যে অনায়াসে পালানো যায়, ধরা পড়ার পর সেই ঘটনার পুনর্নির্মাণ করে দেখাল সে।

না, কোনও যন্ত্রপাতি নয়। হাতই যেন তার অনেক কিছু! সেকেন্ডের মধ্যে লকআপ থেকে পালিয়ে গিয়েছিল সে। কী ভাবে পালিয়েছিল, সেই ঘটনার পুনর্নির্মাণের ভিডিয়ো প্রকাশ্যে এনেছে পুলিশ। ঘটনাটি পুণের চাকান থানার।

Advertisement

গারদে তালা দেওয়া। কিন্তু তার পরেও বন্দি কী ভাবে পালাল, এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন মরিয়া পুলিশ, খোদ চোরই দেখিয়ে দিল তার পালানোর উপায়। যে দেখে হতভম্ব হয়ে যান পুলিশকর্তারাও।

ছিপছিপে চেহারা চোরের। আর সেই চেহারাকেই কাজে লাগিয়ে লকআপের রডের ফাঁক গলে বেরিয়ে পালিয়েছিল, তেমনই দাবি করে ওই চোর। বন্দি পালানোর পরই পুলিশ তড়িঘড়ি তার খোঁজে তল্লাশি শুরু করে। চোরকে ধরেও নিয়ে আসে তারা। কী ভাবে সে পালিয়েছিল সেটা জানতে চাওয়া হয় চোরের কাছে। চোরকে দিয়ে সেই ঘটনার পুনর্নির্মাণ করাতেই থানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এ ভাবে ছিপছিপে চেহারার সুযোগ নিয়ে চোর যে গরাদের ফাঁক গলে পালাতে পারে তা পুলিশের ধারণাতেই আসেনি। আর সেই সুযোগ নিয়েছিল চোর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement