Chhattisgarh Incident

মত্ত অবস্থায় বাড়িতে এসে অশান্তি, মায়ের সঙ্গে ঝগড়া! রাগে বাবাকেই কুপিয়ে খুন করল নাবালিকা

পুলিশ সূত্রে খবর, বাগবাহার থানার অন্তর্গত গ্রামের একটি বাড়ি থেকে গত ২২ এপ্রিল এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শরীরে ছিল কুড়ুলের কোপের চিহ্ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৫:১৫
Share:
A teen Killed her father over drunkenness and fights with mother

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

মত্ত অবস্থায় বাড়িতে এসে মায়ের সঙ্গে অভব্য ব্যবহার! রোজকার এই অশান্তি সহ্য করতে না পেরে নিজের বাবাকেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক নাবালিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের যশপুর জেলায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বাগবাহার থানার অন্তর্গত গ্রামের একটি বাড়ি থেকে গত ২২ এপ্রিল এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শরীরে ছিল কুড়ুলের কোপের চিহ্ন। তদন্তে নেমে পুলিশ শুক্রবার ওই ব্যক্তির ১৫ বছর বয়সি কন্যাকে আটক করেছে। ওই হত্যাকাণ্ডে তার ভূমিকা থাকতে পারে, এই সন্দেহ হওয়ার পরই পদক্ষেপ করে পুলিশ। জেরায় ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে, তার বাবা রোজই মদ খেয়ে বাড়ি আসতেন। বাড়ি এসে প্রায়শই তার মায়ের সঙ্গে ঝগড়া করতেন। এমনকি মারধরও করতেন। প্রতি দিন বাবার এই কাজ দেখে অতিষ্ঠ হয়ে উঠেছিল ওই নাবালিকা।

পুলিশের এক কর্তা জানিয়েছেন, গত সোমবার রাতে ওই নাবালিকার মা বাড়িতে ছিলেন না। তখন তার বাবা মদ্যপান করে বাড়ি আসেন। বাড়ি ফিরেই ওই নাবালিকার সঙ্গে অশান্তি শুরু করেন। রাগের বশে বাড়িতে থাকা কুড়ুল দিয়ে কুপিয়ে বাবাকে খুন করেন ওই নাবালিকা! বিষয়টি পরের দিন প্রতিবেশীদের নিজেই জানায় সে। তার পর খবর দেওয়া হয় পুলিশকে।

Advertisement

পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যশপুরের পুলিশ সুপার শশীমোহন সিংহ জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে একটি হোমে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement