এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
বিমার টাকা আদায় করতে ছক কষে এক পথচারীকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।
১ ডিসেম্বর রাজস্থানের বাঁশওয়ারা জেলার ঝেরবাদি গ্রামের কাছে জাতীয় সড়কের উপরে ট্রাকে পিষে দেওয়া এক ব্যক্তির রক্তাক্ত ও ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। কাছেই পড়ে থাকা একটি ব্যাগে ছিল পরিচয়পত্র ও কাগজ। সেই সূত্র ধরে পুলিশ পৌঁছায় নরেন্দ্র সিংহ রাওয়ত নামে এক ব্যক্তির বাড়িতে। কিন্তু তার বাড়ির লোক সেই দেহ নরেন্দ্রর বলে শনাক্ত করেননি। এতে সন্দেহ হয় পুলিশের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তি নরেন্দ্র নন। তাঁর নাম তুফান সিংহ। কোটার বাসিন্দা তুফান ভিক্ষা করে আর কাগজ কুড়িয়ে দিন গুজরান করতেন। ছক কষে তুফানকে হত্যা করিয়েছে নরেন্দ্রই।
পুলিশ সূত্রের খবর, গলা পর্যন্ত ঋণের বোঝায় ডুবে নরেন্দ্র। জীবনবিমার টাকা পেতে সে ষড়যন্ত্র করে। তুফানকে গুজরাতে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে তুলে আনা হয়। ঘটনার দিন তুফানকে আকণ্ঠ মদ্যপান করানো হয়। সংজ্ঞা হারালে রাস্তার উপর শুইয়ে বন্ধুর ট্রাক দিয়ে পিষে দেয় নরেন্দ্র। পলাতক নরেন্দ্র খোঁজ চলছে।