পুলিশের সঙ্গে সংঘর্ষ লালায়

নো-পার্কিং এলাকায় অটো দাঁড় করানোকে কেন্দ্র করে অটোচালকদের সঙ্গে পুলিশের হাতাহাতিতে উত্তেজনা ছড়াল হাইলাকান্দির লালা শহরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল দশটা নাগাদ লালার ব্যস্ত চৌরঙ্গি এলাকার এই ঘটনায় দিলওয়ার হুসেন বড়ভুইয়া নামে এক অটোচালক গুরুতর জখম হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাইলাকান্দি শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০২:৩৪
Share:

নো-পার্কিং এলাকায় অটো দাঁড় করানোকে কেন্দ্র করে অটোচালকদের সঙ্গে পুলিশের হাতাহাতিতে উত্তেজনা ছড়াল হাইলাকান্দির লালা শহরে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল দশটা নাগাদ লালার ব্যস্ত চৌরঙ্গি এলাকার এই ঘটনায় দিলওয়ার হুসেন বড়ভুইয়া নামে এক অটোচালক গুরুতর জখম হয়েছেন। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নো-পার্কিং জোনে অটো দাঁড় করানো নিয়ে ওই অটোচালকের সঙ্গে সংশ্লিষ্ট ট্র্যাফিক পুলিশের বচসা বাধে। বচসা এক সময় হাতাহাতিতে গড়ায়। ট্র্যাফিক পুলিশ এক্রাম হুসেন অটোচালককে মারধর করে বলে অটোচালক সংস্থার অভিযোগ। উত্তেজিত অন্য অটোচালকরা পাল্টা হামলা চালান ট্রাফিক পুলিশের উপর। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। অবস্তা বেগতিক দেখে এক সময় ঘটনাস্থল থেকে পালিয়ে লালা থানায় আশ্রয় নেন ওই ট্রাফিক পুলিশ।

এই ঘটনার জেরে শহরের ব্যস্ত এলাকায় যানজট তৈরি হয়। শেষ পর্যন্ত পুলিশের বড় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার বিযয়ে লালা থানার ওসি মণিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনায় তদন্ত করছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। লালা অটোচালক সংস্থার সম্পাদক আবুল হুসেন এই ঘটনার জন্য ট্র্যাফিক পুলিশকে দায়ী করেছেন। তিনি ওই পুলিশকর্মীর শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement