Madhya Pradesh Incident

মালিককে বাঁচাতে বাঘের সামনে ঝাঁপ, লড়াই করে প্রাণ দিল পোষ্য! সারমেয়র মৃত্যুতে ভারাক্রান্ত গ্রাম

মালিককে বাঁচাতে ডাকতে ডাকতে ওই বাঘের দিকে তেড়ে যায় কুকুরটি। একে বারে মুখোমুখি হয় তারা। আক্রান্ত পোষ্যকে নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান ওই যুবক। যদিও তাকে বাঁচানো যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৩:৫৬
Share:
A German Shepherd dog lost its life while saving its owner from an alleged tiger attack

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

অনেকেই বলেন, ‘‘কুকুর মানুষের পরম বন্ধু। বিপদের দিনে সকলে ছেড়ে চলা গেলেও পোষ্য সঙ্গেই থেকে যায়!’’ এই ধারণা আবার প্রমাণ করল মধ্যপ্রদেশের উমারিয়া জেলার এক জার্মান শেফার্ড। বাঘের কবল থেকে মালিককে বাঁচাতে দ্বিতীয় বার ভাবেনি। নিজের প্রাণ দিয়ে মালিককে বাঁচিয়ে দিল ওই কুকুর।

Advertisement

মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র প্রকল্পের কাছে ভারহুত গ্রামে ঘটনাটি ঘটে। ওই গ্রামেরই বাসিন্দা শিবম বারগাইয়া। গ্রামের সকলেই জানেন, তাঁর পোষ্য জার্মান শেফার্ডটির কথা। গ্রামবাসী সকলেরই প্রায় মুখ চেন তার। কাউকেই সে ভাবে তেড়ে যায় না। সকলেরই পছন্দের। দিন দু’য়েক আগে শিবমের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল ওই জার্মান শেফার্ডটি। তখনই ঘটে দুর্ঘটনা। শিবমের কথায়, ‘‘আচমকাই গ্রামের ধারের জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। ক্রমেই বাঘটি এগিয়ে আসতে থাকে আমার দিকে। ভয়ে তখন পাথর দাঁড়িয়ে পড়েছিলাম আমি। কিন্তু আমার কুকুরটি ভয় পায়নি।’’

শিবমকে বাঁচাতে ডাকতে ডাকতে ওই বাঘের দিকে তেড়ে যায় কুকুরটি। একে বারে মুখোমুখি হয় তারা। শিবমের কথায়, ‘‘আমার পোষ্যের অপ্রত্যাশিত আক্রমণে প্রথমে কিছুটা চমকে যায় বাঘটি। তবে কয়েক মুহূর্ত পরে ওই বাঘটি আমাকে ছেড়ে আমার কুকুরের দিকে মনোযোগ দেয়। তার গলায় কামড় বসায়। তবে সে লড়াই ছাড়েনি। যদিও বাঘটির সঙ্গে লড়াইয়ে পেরে ওঠেনি আমার পোষ্য। তাকে মুখে করে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত গ্রামবাসীদের চিৎকারে কুকুরটিকে ছেড়ে জঙ্গলে পালায় বাঘটি।’’

Advertisement

আক্রান্ত পোষ্যকে নিয়ে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান শিবম। যদিও তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রিয় পোষ্যের মৃত্যুতে শোকস্তব্ধ ওই যুবক। ভারাক্রান্ত গ্রামবাসীরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement