Expensive High-Rise Deal

১৯০ কোটি টাকার ফ্ল্যাট! গুরুগ্রামে রেকর্ড দরে বিক্রি হচ্ছে ‘মাথা গোঁজার’ ঠাঁই, কিনলেন কে?

জমিবাড়ির ব্যবসার দুনিয়ার বিশেষজ্ঞদের মতে, ভারতে এর আগে এমন দামে কোনও ফ্ল্যাট বিক্রি হয়নি। গুরুগ্রামের এই ফ্ল্যাট মুম্বইকে হার মানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

একটা ফ্ল্যাটের দাম ১৯০ কোটি টাকা! শুনতে অবাক লাগলেও গুরুগ্রামের একটি কমপ্লেক্সে এমনই দরে বিকোল ফ্ল্যাট। সেই সম্পত্তির মালিক ঋষি পারতি। ফ্ল্যাটের কথা বলা হলেও আদতে সেটি পেন্টহাউস। সুসজ্জিত সেই পেন্টহাউসই এখন জমিবাড়ির ব্যবসার দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয়। শুধু তা-ই নয়, ওই ফ্ল্যাটের প্রতি বর্গফুট (কার্পেট এলাকা) দরের হিসাবও দেশের মধ্যে সবচেয়ে বেশি!

Advertisement

‘ইমডেক্সট্যাপ’ নাম এক সংস্থা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, একটি সফ্‌টঅয়্যার সংস্থার ডিরেক্টর ঋষি যে বহুমূল্য পেন্টহাউসটি কিনেছেন তা ১৬ হাজার ২৯০ বর্গফুটের। গত ২ ডিসেম্বর ঋষির সঙ্গে ওই কমপ্লেক্স প্রস্তুতকারক সংস্থার চুক্তি হয়। তবে ওই ফ্ল্যাট কেনার জন্য ১৩ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে সংস্থাটিকে।

জমিবাড়ির ব্যবসার দুনিয়ার বিশেষজ্ঞদের মতে, ভারতে এর আগে এমন দামে কোনও ফ্ল্যাট বিক্রি হয়নি। গুরুগ্রামের এই ফ্ল্যাট মুম্বইকে হার মানিয়েছে। উল্লেখ্য, দিল্লি-এনসিআরে সম্পত্তির দাম ‘সুপার এরিয়া’ ভিত্তিতে ঠিক হয়। মুম্বইয়ে তার হিসাব হয় ‘কার্পেট এরিয়া’। গুরুগ্রামে যে ফ্ল্যাটটি নিয়ে এত আলোচনা, তার ‘সুপার এরিয়া’ র মূল্য প্রতি বর্গফুট ১ লক্ষ ১৮ হাজার টাকা এবং ‘কার্পেট এরিয়া’ মূল্য প্রতি বর্গফুট ১ লক্ষ ৮২ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement