Kulgam Clash

কুলগাঁওয়ে সেনা আর জঙ্গিদের গোলাগুলি চলছে! পহেলগাঁও থেকে ৬০ কিলোমিটার দূরের জঙ্গলে ২৬ জনের ঘাতকেরাই?

দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার পাহাড়-জঙ্গল ঘেরা এলাকায় বুধবার বিকেল থেকে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১৮:২৯
Share:
A day after Pahalgam attack, gunfight between militants and security forces in Kulgam

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। ছবি: পিটিআই।

পহেলগাঁওয়ে পর্যটক হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পরে জঙ্গিদের একটি দলের সন্ধান পেল ভারতীয় সেনার তল্লাশিকারী দল। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার পাহাড়-জঙ্গল ঘেরা তংমার্গ এলাকায় বুধবার বিকেল থেকে দু’তরফের গুলির লড়াই শুরু হয়েছে। সেনা সূত্রের খবর, জঙ্গিদের একটি দলকে ঘিরে ফেলা হয়েছে।

Advertisement

পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর ঘাতক বাহিনীর হামলায় মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার জঙ্গিহানায় ২৬ জন পর্যটক এবং স্থানীয় এক টাট্টুচালক নিহত হয়েছিলেন। ঘটনাস্থল থেকে কুলগাঁওয়ের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে অনুপ্রবেশকারী ওই দলটিই মঙ্গলবারের হত্যালীলা চালিয়েছিল।

জেলাসদর অনন্তনাগ থেকে কুলগাঁওয়ের তংমার্গ এলাকার ওই সংঘর্ষস্থলের দূরত্ব ২০ কিলোমিটারের কাছাকাছি। সোপিয়ানের দূরত্বও প্রায় একই। অদূরে এলওসির ও পারেই রয়েছে লশকরের কয়েকটি লঞ্চ প্যাড। সেখান থেকে অতীতে বেশ কয়েক বার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। বিধানসভা ভোটের পরে নতুন করে কাশ্মীরের স্থিতাবস্থায় বিঘ্ন ঘটানো এবং ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলার উদ্দেশ্যে এলওসি বরাবর লঞ্চ প্যাডগুলিতে আবার জঙ্গিদের তৎপরতা শুরু হয়েছে বলে গোয়েন্দা সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement