কংগ্রেস সাংসদ রজনী পাটিল। ফাইল চিত্র।
মোবাইলে ভিডিয়ো তুলেছিলেন না কি অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্রে? মোবাইলে ভিডিয়ো তুলে থাকলে সেই মোবাইলটি কোন মডেলের?
সংসদীয় নিয়মরক্ষা কমিটি এমনই প্রশ্নের উত্তর চেয়েছে কংগ্রেসের সাংসদ রজনী পাটিলের কাছে।
সংসদে রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় আদানি-কাণ্ড নিয়ে বিরোধীদের বিক্ষোভের ভিডিয়ো তুলেছিলেন রজনী। সেই ‘অপরাধে’ রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় তাঁকে সাসপেন্ড করেছিলেন। বিষয়টি সংসদের নিয়মরক্ষা কমিটির কাছে গিয়েছে। রজনী কমিটির সামনে হাজিরাও দিয়েছেন। ফের তাঁকে আটটি প্রশ্ন পাঠানো হয়েছে। তাতে মোবাইলের মডেল জানতে চাওয়া হয়েছে।
বুধবার সংসদের অচলাবস্থা নিয়ে ধনখড় কথা বলতে ডেকেছিলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে-সহ কংগ্রেসের সাংসদদের। তখন কংগ্রেসের নেতারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে খবর।
শুধু বিজেপি নেতা-মন্ত্রীরা নন অবশ্য। ধনখড় নিজেও সম্প্রতি দু’বার রাহুল গান্ধীর নাম না করে সমালোচনা করেছেন।
বুধবার ধনখড়ের সঙ্গে বৈঠকে কংগ্রেস সাংসদরা অনুযোগ করেন, তিনি উপরাষ্ট্রপতি হয়ে কেন কংগ্রেস নেতানেত্রীদের সমালোচনা করছেন! সূত্রের খবর, তখন ধনখড় হাসতে হাসতে বলেন, তাঁর সঙ্গে কংগ্রেসের অনেকেরই ভালবাসার সম্পর্ক রয়েছে। খড়্গে তা শুনে বলেন, ‘মহব্বত হমসে, শাদি উনসে!’