এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাস্তার ধারে পড়ে ছিল চটের থলি। সেই থলির ভিতর থেকেই উদ্ধার হল দেহ। পাশে পড়েছিল অর্ধদগ্ধ একটি বাইক। বিহারের নওয়াদা জেলার ঘটনা। রবিবার পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের খারিডি বিঘা গ্রাম থেকে উদ্ধার হয়েছে দেহটি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্য কোথাও খুন করার পর ওই ব্যক্তির দেহ চটের থলিতে ভরে আনা হয়েছে খারিডি বিঘা গ্রামে। পুলিশ মনে করছে, ওই বাইকে চাপিয়েই আনা হয়েছে দেহ। পরে সেটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রমাণ লোপাট করতেই বাইকে আগুন ধরানো হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।
ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক দল। সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় খোঁজার চেষ্টা করছে পুলিশ। কী ভাবে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।