প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, জামতাড়ায় বৃহস্পতিবার বিকেলে বরাকর নদী পেরোচ্ছিল একটি নৌকা। তাতে ২০-২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
বরাকর নদীতে দুর্ঘটনা। — ফাইল চিত্র
নৌকা যখন মাঝনদীতে তখনই আচমকা ঘটল দুর্ঘটনা। প্রবল ঝড়ে ভারসাম্য হারিয়ে তলিয়ে গেল নৌকা। নিখোঁজ বেশ কয়েক জন যাত্রী। বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের জামতাড়ায় বরাকর নদীতে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, জামতাড়ায় বৃহস্পতিবার বিকেলে বরাকর নদী পেরোচ্ছিল একটি নৌকা। তাতে ২০-২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। নৌকা যখন মাঝনদীতে তখন আচমকা ঝড় শুরু হয়। সেই সময় ভারসাম্য হারিয়ে নৌকাটি নদীতে তলিয়ে যায়। কয়েক জন যাত্রী সাঁতরে পারে উঠে আসতে পারেন। তবে ১৬ জন যাত্রীর খোঁজ মিলছে না বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক কর্তারা। শুরু হয়েছে উদ্ধারকাজ।