Uddhav Thackeray

Eknath Shinde: উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ বড় ব্যাপার, বালাসাহেবের সৈনিক মুখ্যমন্ত্রী হয়েছে: শিন্ডে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ায় বিজেপি নেতৃত্বের আবারও প্রশংসা করেছেন একনাথ শিন্ডে। তিনি বলেছেন, ‘‘বিজেপি বড় মনের পরিচয় দিয়েছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৩ জুলাই ২০২২ ১৫:৪৮
Share:

ফাইল চিত্র।

মহারাষ্ট্রের নতুন সরকার বালাসাহেবের মতাদর্শকে এগিয়ে নিয়ে যাবে— রবিবার এমন মন্তব্যই করেছেন একনাথ শিন্ডে। বিধানসভায় স্পিকার নির্বাচনের পর মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘বালাসাহেব ঠাকরের মতাদর্শের উপর ভিত্তি করে এখন বিজেপি-শিবসেনা সরকার দায়িত্ব নিয়েছে। বালাসাহেবের সৈনিক মুখ্যমন্ত্রী হয়েছেন।’’

Advertisement

রাজনৈতিক টানাপড়েনের পর গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শিন্ডে। বরাবরই নিজেকে ‘বালাসাহেবের সৈনিক’ হিসাবে তুলে ধরার বার্তা দিয়েছেন। যদিও উদ্ধব ঠাকরে বলেছিলেন, ‘‘শিন্ডে শিবসেনার মুখ্যমন্ত্রী নন।’’ সেই মন্তব্যের পরও যে ভাবে নিজেকে শিবসৈনিক হিসাবে বার্তা দিচ্ছেন শিন্ডে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা তাঁর কাছে ‘বড় বিষয়’ বলেও মন্তব্য করেছেন একনাথ। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘আমার মতো সাধারণ কর্মীর কাছে এটা বড় ব্যাপার, যে বালাসাহেব ঠাকরে ও আনন্দ দীঘের মতাদর্শের জন্য নিজেকে নিবেদিত করেছে।’’

Advertisement

মুখ্যমন্ত্রী হওয়া প্রসঙ্গে শিন্ডে বলেছেন, ‘‘বিজেপির ১১৫ জন বিধায়ক রয়েছে। আমাদের কাছে রয়েছে ৫০। কিন্তু তা সত্ত্বেও বড় মনের পরিচয় দিয়েছে বিজেপি। আমায় মুখ্যমন্ত্রীর পদ দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী, অমিত শাহ, জেপি নড্ডাকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী পদের কোনও অভিজ্ঞতা আমার নেই।’’ মুখ্যমন্ত্রী হিসাবে শপথের দিনও বিজেপি নেতৃত্বের ভূমিকার তারিফ করেছিলেন শিন্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement