সাসপেন্ড করল প্রশাসন। ফাইল চিত্র।
স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা না ওড়ানোয় জম্মু-কাশ্মীরের ৯ জন শিক্ষককে সাসপেন্ড করল প্রশাসন।
স্বাধীনতা দিবসে সব সরকারি স্কুলে জাতীয় পতাকা ওড়ানোর নির্দেশ জারি করেছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। ইন্দরওয়াল এলাকার জ়োনাল এডুকেশন অফিসার প্রশাসনকে পাঠানো রিপোর্টে জানান, বাটওয়ারি এলাকার মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের কয়েক জন শিক্ষক এই নির্দেশ মানেননি। রিপোর্ট অনুযায়ী, এই শিক্ষকেরা হলেন রফিক আহমেদ, প্যারে লাল, আয়াজ় আহমেদ, সাজ্জাদ আহমেদ ওয়ানি, ফারুক আহমেদ বুমাল, গুলাম মহিউদ্দিন ওয়ানি, মহম্মদ সিকন্দর, শাইদা বানু ও গুলাম হুসেন বাট। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া গিয়েছে। তাই ৯ জন শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার পরবর্তী পর্যায়ের তদন্ত করবে একটি তিন সদস্যের কমিটি। এক সপ্তাহের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।