National News

ছত্তীসগঢ়ের সুকমায় পুলিশের উপর হামলা,গুলির লড়াই, হত ৮ মাওবাদী

সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল বাহিনী পৌঁছয়। চলছে চিরুণি তল্লাশি।

Advertisement

সংবাদ সংস্থা

রায়পুর শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৮ ১৯:০৩
Share:

প্রতীকী ছবি।

ছত্তীসগঢ়-তেলঙ্গানা সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ৮ মাওবাদী। নিহত হয়েছেন দুই পুলিশকর্মীও।সোমবার দুপুরের ঘটনা।

Advertisement

এ দিন সকালে সুকমা জেলার কিস্টারাম জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছিল রাজ্য পুলিশ ও মাওবাদী দমন বাহিনী। সে সময়ই মাওবাদীরা ঘিরে ধরে বাহিনীকে। তার পরই শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। মাওবাদীদের গুলিতে দুই ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) নিহত হন। পুলিশের পাল্টা গুলিতে আট মাওবাদীর মৃত্যু হয়েছে বলে সুকমার পুলিশ সুপার অভিষেক মীনা জানিয়েছেন।

সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল বাহিনী পৌঁছয়। চলছে চিরুণি তল্লাশি।

Advertisement

আরও পড়ুন: ‘আপনারা জিতে গেলেন, আমি হেরে গেলাম’, ফাঁসির আগে বলে কাসভ

আরও পড়ুন: ছ’মাসের শিশু কন্যাকে ছুরি দিয়ে কোপাল বাবা

ছত্তীসগঢ়ে ভোটের আগেই পর পর মাওবাদী হামলা হয়েছিল। নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাওবাদীদের গুলিতে নিহত হন দূরদর্শনের এক সাংবাদিক। পুলিশকে ঘিরে ধরে প্রায় আড়াইশো মাওবাদী হামলা চালায়। ভোটের সময়েও বেশ কয়েক জায়গায় আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদেরদেশবিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement