হোম থেকে পলাতক ৭ কিশোরী 

গ্রিল কেটে পালিয়ে গেল সরকারি আবাসিক হোমের সাত জন মেয়ে। তাদের মধ্যে রয়েছে হোম কাণ্ডে অত্যাচারিত পাঁচ জনও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পটনা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:১০
Share:

গ্রিল কেটে পালিয়ে গেল সরকারি আবাসিক হোমের সাত জন মেয়ে। তাদের মধ্যে রয়েছে হোম কাণ্ডে অত্যাচারিত পাঁচ জনও। পটনার মোকামা নাজরথ হাসপাতালের শেল্টার হোমে ছিল তারা। কেন তারা পালালো, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। খবর পেয়ে সকালেই হাসপাতালে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার লিপি সিংহ। জেলাশাসক কুমার রবি, এসএসপি গরিমা মালিক, ডিআইজি রাজেশ সিংহ ঘটনাস্থলে যান। ডগ স্কোয়াড ও ফরেনসিক দলও পাঠানো হয়েছে।

Advertisement

তদন্তে জানা গিয়েছে, ফেরার পাঁচ জন মুজফ্ফরপুর হোম কাণ্ডে নিজেদের জবানবন্দি আদালতে রেকর্ডও করেছিলেন। সেই হোমের ১৪ জন কিশোরীকে মোকামার হোমে স্থানান্তরিত করা হয়েছিল। ঘটনার সিসিটিভি ফুটেজও মিলেছে। এই ঘটনায় হোম কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement