অপহৃত অসমের ৭ বাসযাত্রী

ফের দু’টি অপহরণ-কাণ্ডে চাপে মেঘলায় পুলিশ। পুলিশ জানায়, গত কাল পূর্ব গারো পাহাড়ে জাতীয় সড়কের নির্মাণকাজ তদারক করার সময় সামান্দা থেকে এক ইঞ্জিনিয়ারকে অপহরণ করে সন্দেহভাজন জিএনএলএ জঙ্গিরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৩:৪১
Share:

ফের দু’টি অপহরণ-কাণ্ডে চাপে মেঘলায় পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, গত কাল পূর্ব গারো পাহাড়ে জাতীয় সড়কের নির্মাণকাজ তদারক করার সময় সামান্দা থেকে এক ইঞ্জিনিয়ারকে অপহরণ করে সন্দেহভাজন জিএনএলএ জঙ্গিরা। ওয়াসিম আহমেদ নামে ওই ইঞ্জিনিয়ার সামান্দা জেংজাল বাইপাস ধরে রংগাপ থেকে মেগাগ্রে আসার সময় জঙ্গিরা তাঁকে অপহরণ করে। অন্য দিকে, গোয়ালপাড়ার দুধনৈ থেকে উত্তর গারো পাহাড়ের খনি এলাকা সালাঙে কাজে যাওয়ার সময় পাহাড়ি পথে জিএনএলএ জঙ্গিরা যাত্রীবাহী বাস থামিয়ে অসমের ১২ জন যাত্রীকে অপহরণ করে। পরে ৫ জনকে জঙ্গিরা ছেড়ে দিলেও বাসের কন্ডাক্টর হারগিরিপাড়ার অবিনাশ রায় ও আরও ছয় যাত্রীর সন্ধান মেলেনি।

২৪ সেপ্টেম্বর রঙ্গারা থেকে বাঘমারা যাওয়ার সময় সুমো থামিয়ে জঙ্গিরা আইবি কর্তা বিকাশ কুমার ও কমল সাহা নামে এক বস্ত্র ব্যবসায়ীকে অপহরণ করেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement