থামবে অনশন। খুশি প্রাক্তন ফৌজিদের পরিজনেরাও। যন্তর মন্তরে শনিবার। ছবি: পিটিআই।
• ‘এক পদ, এক পেনশন’ বিষয়টি কী?
অবসর যখনই হোক, একই মেয়াদ চাকরি করে একই পদ থেকে অবসর নিলে একই পেনশন।
• মোদী সরকার কী করল?
সিদ্ধান্ত নিল ২০১৪-র ১ জুলাই থেকে এ’টি কার্যকর হবে। বকেয়া পেনশন সমান ৪টি কিস্তিতে দু’বছরে মিটিয়ে দেওয়া হবে। যুদ্ধে নিহত জওয়ানদের স্ত্রী ও বিধবারা বকেয়া পাবেন এক কিস্তিতে।
• সেনাদের ক্ষোভ কী নিয়ে?
মুল ক্ষোভ দু’টি।
Ӫ সাধারণ সরকারি চাকুরেদের থেকে প্রাক্তন ফৌজিদের পেনশন কম।
Ӫ অসাম্য। অবসরের সময় ফৌজিদের যে বেতন থাকে ও সেই সময় যে বেতন কমিশনের সুপারিশ কার্যকর থাকে, সেই অনুযায়ী পেনশন ঠিক হয়। ফলে একই মেয়াদ চাকরি করে একই পদ থেকে অবসর নিলেও পেনশন এক-এক রকম হয়।
• সেনা-পেনশন কেন কম?
কারণ, দু’টি।
Ӫ সাধারণ সরকারি চাকুরেদের থেকে কম বয়সে অবসর নিতে হয়।
Ӫ শেষ মাসের বেতনের নিরিখে পেনশন ঠিক হয় বলে পেনশনও কম হয়।
• আগে অবসর কেন?
সাধারণ সরকারি চাকরির তুলনায় সেনার চাকরিতে সীমান্ত বা দুর্গম এলাকায় কাজ করতে হয়।
• আগে অবসরে ক্ষতি কী?
ফৌজিরা যে বয়সে অবসর নেন, তখন সংসার চালানোর খরচ যথেষ্ট। অথচ পেনশন অল্প। নতুন চাকরি বা ব্যবসা শুরু করাও সহজ নয়।
• অসাম্য হয় কী ভাবে?
Ӫ যত বার নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়, তত বারই ফৌজি-পেনশনে অসাম্য বাড়ে।
Ӫ ষষ্ঠ বেতন কমিশনের আগে ২০০৬-এ যে মেজর জেনারেল অবসর নিয়েছেন, তাঁর পেনশন ৩০,৩০০ টাকা। কিন্তু তাঁর থেকে নিচু পদের কর্নেল ২০১৫-য় অবসর নিয়ে পেনশন পাবেন ৩৪,১০০ টাকা।
• প্রশ্নটা কি মর্যাদারও?
Ӫ পদ বা ‘র্যাঙ্ক’ নিয়ে ফৌজিরা খুবই আবেগপ্রবণ। কারণ, রাষ্ট্রপতি তাঁদের এই পদে ভূষিত করেন।
Ӫ অবসরের পরেও ফৌজিরা বুক চিতিয়ে নিজেদের ‘রিটায়ার্ড মেজর জেনারেল’ বা ‘রিটায়ার্ড কর্নেল’ বলে পরিচয় দিতে ভালবাসেন। Ӫ তাই পদের ক্ষেত্রে অসাম্য তাঁদের কাছে সম্মানের প্রশ্ন।
• পেনশনের হার এখন কী ভাবে ঠিক হবে?
Ӫ ২০১৩-য় কোনও একটি পদে অবসর নেওয়া সেনাকর্মীদের প্রাপ্য সর্বোচ্চ ও সর্বনিম্ন পেনশনের গড় করে নতুন পেনশন ঠিক হবে।
Ӫ যারা বেশি পাচ্ছেন, তাঁদের পেনশন কমবে না।
Ӫ পাঁচ বছর অন্তর নতুন করে পেনশনের হার পর্যালোচনা ও সংশোধন করা হবে।
• এর আর্থিক দায় কতটা?
Ӫ প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের দাবি, শুধু বকেয়া পেনশন মেটাতেই দু’বছরে ১২ হাজার কোটি টাকা লাগবে।
Ӫ প্রতি বছর বাড়তি বোঝার পরিমাণ ৮ থেকে ১০ হাজার কোটি টাকা।
Ӫ প্রতি বার সংশোধনে খরচ ক্রমেই বাড়বে।
• বিদেশে কী এই ব্যবস্থা চালু রয়েছে?
Ӫ ব্রিটেনে শেষ মাসের বেতনের নিরিখেই পেনশন দেওয়া হয়। অন্য অনেক দেশেও তাই হয়।
Ӫ তবে আমেরিকা ও অন্য দেশে পেনশন ঢের বেশি।
Ӫ পেনশনের বিপুল চাপ কাটাতে আমেরিকা, ইজরায়েল, সিঙ্গাপুরের মতো দেশে প্রাক্তন ফৌজিদের পুলিশ বা অন্য কাজে নিয়োগ করা হয়।
Ӫ ভারতে পরবর্তী নিয়োগে শুধু প্রাক্তন সমরকর্মীরা কিছুটা ছাড় পান।
• এক পদ এক পেনশন কি আগে ছিল?
Ӫ ১৯৭৩-র আগে এক পদ এক পেনশনই চালু ছিল সেনাবাহিনীতে।
Ӫ ইন্দিরা গাঁধীর জমানায় তৃতীয় বেতন কমিশনের পর সেই ব্যবস্থা তুলে দেওয়া হয়।
Ӫ সেই ক্ষোভ জমেছে চার দশক ধরে।
Ӫ আগুনে ঘি পড়ে ২০০৮-এ। ষষ্ঠ বেতন কমিশন এক পদ এক পেনশনের দাবি পত্রপাঠ খারিজ করে দেয়।
• নতুন করে বিতর্ক কবে থেকে?
Ӫ লোকসভা ভোটের আগে থেকে। ফৌজিদের মন জিততে নরেন্দ্র মোদী এক পদ, এক পেনশনের প্রতিশ্রুতি দেন।
Ӫ তড়িঘড়ি ইউপিএ ঘোষণা করে, তাঁরাও নীতিগত ভাবে তৈরি।
Ӫ ভোটের আগে অন্তর্বর্তী বাজেটেই বরাদ্দ হয় ৫০০ কোটি টাকা।
Ӫ ভোটের পরে অরুণ জেটলি বরাদ্দ করেন ১ হাজার কোটি টাকা।
Ӫ দাবি ওঠে, এই নীতি পুরোপুরি চালু হোক।
• মোদী সরকার এত দিন টালবাহানা করছিল কেন?
Ӫ বিপুল আর্থিক বোঝা। টাকা জোগাবে কে!
Ӫ ২৫ লক্ষ সেনাকর্মীর পেনশনের নতুন করে হিসেব কষাটা প্রশাসনিক ভাবেও বেশ চাপের কাজ।
Ӫ পুরনো জওয়ানদের তথ্য কম্পিউটারেও নেই।
Ӫ আইনি জটিলতার আশঙ্কা।
• এখনই এই ঘোষণা কেন?
Ӫ সামনে বিহার ভোটের অগ্নিপরীক্ষা। আগামী সপ্তাহে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে মাস তিনেক ঝুলে থাকবে বিষয়টি। আর আগে ঘোষণা করলে বিজেপি ভোটে হাতিয়ার করতে পারবে বিষয়টিকে।
• সরকার কি নিশ্চিন্ত?
একেবারেই না। বরং উল্টো।
Ӫ অর্থমন্ত্রী অরুণ জেটলির চিন্তা, অর্থ জোগাবেন কোথা থেকে।
Ӫ প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরের চিন্তা, নতুন ব্যবস্থার প্রশাসনিক দায়ভার কম নয়।
Ӫ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের চিন্তা, সিআরপিএফ, বিএসএফ-এর মতো আধাসেনাতেও এ বার একই দাবি ওঠার সম্ভাবনা প্রবল।