National news

পছন্দমতো গান না শোনানোয় ডিস্ক জকিকে গুলি

ববির দাবি, যে গান চালাতে বলা হয়েছিল, সেটা তাঁর ডিস্কে ছিল না। সে কথা জানাতেই চার যুবক তাঁকে ঘিরে ধরে। এদের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ১৩:১০
Share:

প্রতীকী চিত্র

ডিস্ক জকির অপরাধ, তিনি পছন্দমতো গান শোনাতে পারেননি। আর তাতেই গুলি করে প্রাণে মারার চেষ্টা। বরাত জোরে বেঁচে গিয়েছেন। দিল্লি তোলপাড় করা এই ঘটনায় শুক্রবার দ্বারকার বাবা হরিদাস নগর থেকে যে চার জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে এক জন মহিলা।

Advertisement

ডিস্ক জকি ববি সিংহ জানিয়েছেন, বিয়ের জলসায় তাঁকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, ঘটনা যে অন্যদিকে মোড় নেবে, সেটা তিনি ভাবেননি।

ঠিক কী ঘটেছিল?

Advertisement

ববির দাবি, যে গান চালাতে বলা হয়েছিল, সেটা তাঁর ডিস্কে ছিল না। সে কথা জানাতেই চার যুবক তাঁকে ঘিরে ধরে। এদের মধ্যে একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারাই আবার ববিকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে চিকিত্‌সকদের তারা বলে, স্ক্রু ড্রাইভার বিধে ববি আহত হয়েছেন।

এই ঘটনায় অভিযুক্তদের সন্ধান করতে দিল্লির বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ।চার যুবকের পাশাপাশি এক জনের মাকেও গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তিনি তথ্য লোপাটের চেষ্টা করেছিলেন। অন্যদিকে অবস্থা স্থিতিশীল হলেও আহত ডিজে এখনও হাসপাতালে চিকিত্‌সাধীন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement