গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গিয়েছেন। ফাইল চিত্র ।
দেশ জুড়ে ভয় বাড়াচ্ছে করোনা। এক ধাক্কায় ৪০ শতাংশ বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে আক্রান্তের নিরিখে দু’হাজারের গণ্ডি পেরোল মহারাষ্ট্র এবং কেরল। উদ্বেগ বাড়িয়ে দৈনিক আক্রান্তের নিরিখে কেরলকে ছাপিয়ে আগেই শীর্ষে পৌঁছেছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৭০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পরই রয়েছে কেরল। সেখানে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭১ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা শেষ পাঁচ দিনে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, টানা কয়েক সপ্তাহ পর মহারাষ্ট্রে করোনা সংক্রামিতের দৈনিক গড় দেড় হাজার ছুঁয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭ হাজার ২৪০ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যা ছিল ৫ হাজার ২৩৩। নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার পর দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৩১ লক্ষ ৯৭ হাজার ৫২২। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৪৯৮।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন মারা গিয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৭২৩ জন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।