পাক সেনার গোলায় তিন কাশ্মীরি গ্রামবাসীর মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই ফের অশান্ত নিয়ন্ত্রণরেখা। কুপওয়ারার নওগাম সেক্টরে গত কাল থেকেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছিল ভারতীয় সেনার। আজ সেনাবাহিনী জানিয়েছে, ওই সংঘর্ষে শহিদ হয়েছেন তিন জন জওয়ান। তবে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া গিয়েছে। মারা পড়েছে চার জঙ্গিও।
সেনা সূত্রে জানানো হয়েছে, গত কাল নওগাম সেক্টর দিয়ে অনুপ্রবেশের সময়েই সেনার টহলদারি দলের কাছে বাধা পায় জঙ্গিরা। প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে চলে গুলির লড়াই। এক সেনা-কর্তা বলেন, ‘‘শনিবারই দুই জঙ্গি মারা গিয়েছিল। আজ মারা
পড়ে আরও দু’জন।’’ ঘটনাস্থলে মিলেছে চারটি স্বয়ংক্রিয় রাইফেল-সহ প্রচুর গোলাবারুদ। এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।
তাৎপর্যপূর্ণ ভাবে, আজ সিকিমের পেলিংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছেন, ‘‘আশা করি পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করবে। না হলে আমাদেরই কিছু করতে হবে। বিশ্বায়নের যুগে এ ভাবে একটা দেশ অন্য দেশে ঝামেলা ছড়াতে পারে না। বাকি দেশগুলি তা কিছুতেই মেনে নেবে না।’’ তিন দিনের সফরে সিকিমে যাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আজ একই সঙ্গে কাশ্মীরের রাস্তায় রোজকার অশান্তি রুখতে স্থায়ী সমাধানসূত্র বার করার আশ্বাসও দিয়েছেন। বলেছেন, ‘‘কাশ্মীর আমাদের, কাশ্মীরবাসী আমাদের, কাশ্মিরীয়তও আমাদের।’’