ফাইল চিত্র।
কোভিডের ওমিক্রন রূপের আরও দুই উপরূপের হদিস মিলল মহারাষ্ট্রে। ওই দুই উপরূপের নাম দেওয়া হয়েছে বি.এ. ৪ এবং বি.এ. ৫। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুণেতে ওমিক্রনের বি.এ. ৪ উপরূপে ৪ জন এবং বি.এ. ৫ উপরূপে ৩ জন আক্রান্ত হয়েছেন।
মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, যাঁদের মধ্যে নয়া উপরূপ ধরা পড়েছে, তাঁদের মধ্যে চার জন পুরুষ ও তিন জন মহিলা। চার জনের বয়স ৫০-এর উপর, দু’জনের বয়স ২০-৪০ বছরের মধ্যে আর এক জনের ৯ বছর। এঁদের মধ্যে ছ’জনই কোভিডের দুটি টিকা নিয়েছেন। এক জনের বুস্টার টিকাও নেওয়া আছে।
এরই পাশাপাশি, ওই আধিকারিক জানান, প্রত্যেক কোভিড রোগীই মোটামুটি সুস্থ রয়েছেন। তাঁদের মধ্যে হালকা উপসর্গ রয়েছে এবং প্রত্যেকেই বাড়িতে নিভৃতবাসে আছেন আপাতত।