আবর্জনাস্তুপ থেকে মিলল আধার কার্ড। ছবি শাটারস্টকের সৌজন্যে।
মহারাষ্ট্রের থানে শহরের নিজামপুর এলাকার একটি আবর্জনাস্তুপ থেকে শনিবার সকালে পাওয়া গেল ৩০০ বেশি আধার কার্ড। আবর্জনাস্তুপ থেকে নোংরা তোলার সময় ওই পরিত্যক্ত আধার কার্ডগুলি খুঁজে পান সাফাইকর্মীরা। তারাই সেগুলি তুলে দেন নিজামপুর থানার পুলিশের হাতে।
নিজামপুর থানার এক সিনিয়র অফিসার বলেছেন, ‘‘পরিত্যক্ত কার্ডগুলিতে রয়েছে নিজামপুর, ভিয়ান্ডি, অজয়পুর, কোম্বাপাডা এলাকার ঠিকানা। কার্ডগুলি পাওয়ার পর আমরা ওই এলাকার কিছু বাসিন্দাদের ডেকে পাঠায় কার্ডগুলি তাঁদের কি না, তা জানার জন্য।’’
তবে কার্ডগুলির প্রত্যেকটিতে রয়েছে ডাক বিভাগের স্ট্যাম্প। সে জন্য ওই কার্ড গুলিকে ওই এলাকার পোস্টমাস্টারের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: এলজিবিটিদের জন্য এইচআইভি ক্লিনিক চালু হল মুম্বইয়ে, দেশে এই প্রথম
এই নিয়ে থানের পুলিশ কমিশনার বলেছেন, ‘‘এই কার্ডগুলি তৈরি হয়েছিল ২০১৫ সালের আগে। কারণ ওই কার্ডের খামে ২০১৩ থেকে ২০১৫ সালের ডাক বিভাগের স্ট্যাম্প রয়েছে।’’ এরপরই তিনি জানিয়েছেন, পোস্টম্যান কার্ডগুলি ডেলিভারি না করে হয়ত ফেলে দিয়েছেন আবর্জনাস্তুপে। কিন্তু আবর্জনা স্তুপ নিয়মিত পরিষ্কার করা হয়। তাই কার্ডগুলি পুরনো হলেও সে গুলি খুব সম্প্রতি সেখানে ফেলা হয়েছে বলে জানিয়েছেন থানের পুলিশ কমিশনার।