Coronavirus

Covid-19: দু’টি কোভিড টিকা নেওয়ার পরেও ২৭ জন ডাক্তারি পড়ুয়া সংক্রমিত মুম্বইয়ের হাসপাতালে

আক্রান্তদের মধ্যে ২৩ জন এমবিবিএস পাঠক্রমের দ্বিতীয় বর্ষের এবং ৬ জন প্রথম বর্ষের পড়ুয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪২
Share:

প্রতীকী ছবি।

কোভিড টিকা নেওয়ার পরেও মুম্বইয়ের একটি মেডিক্যাল কলেজের ২৭ পড়ুয়া করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠল!

সরকারি সূত্রের খবর, কিং এডওয়ার্ড মেমোরিয়াল (এমইএম) মেডিক্যাল কলেজের মোট ২৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৭ জন দু’টি কোভিড-১৯ টিকাই নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৩ জন এমবিবিএস পাঠক্রমের দ্বিতীয় বর্ষের এবং ৬ জন প্রথম বর্ষের পড়ুয়া।

Advertisement

আক্রান্ত পড়ুয়াদের মধ্যে দু’জন শহরের সেভেন হিল্‌স হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের পাঠানো হয়েছে বিচ্ছিন্নবাসে। প্রসঙ্গত, মুম্বইয়ের কেভিএম মেডিক্যাল কলেজ হাসাপাতালে এমবিবিএস পড়ুয়ায় সংখ্যা প্রায় ১,১০০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement