Narendra Modi's foreign visit

তিন বছরে ৩৮টি দেশে মোদী, বিদেশ সফরের খরচ কত? খড়্গের প্রশ্নে সংসদে হিসাব দিল কেন্দ্র

গত তিন বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কত খরচ হয়েছে, রাজ্যসভায় তা জানতে চেয়েছিলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে। বৃহস্পতিবার সেই প্রশ্নেরই লিখিত জবাব দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ১৪:০৩
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী, মল্লিকার্জুন খড়্গে (ইনসেটে)। —ফাইল ছবি।

২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ৩৮ দেশে সফর। তাতে সব মিলিয়ে খরচ প্রায় ২৫৮ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশযাত্রা নিয়ে রাজ্যসভায় এই তথ্য জানাল কেন্দ্রীয় সরকার।

Advertisement

গত তিন বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে কত খরচ হয়েছে, রাজ্যসভায় তা জানতে চেয়েছিলেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গে। হোটেল থাকা, যাতায়াত, অনুষ্ঠানের আয়োজন-সহ নানাবিধ খরচের হিসাব জানতে চেয়েছিলেন কংগ্রেস নেতা। বৃহস্পতিবার সেই প্রশ্নেরই লিখিত জবাব দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।

কেন্দ্র জানিয়েছে, তিন বছরে মোদীর ৩৮টি বিদেশ সফরের মধ্যে ২০২৩ সালের জুনে আমেরিকা সফরেই সবচেয়ে বেশি খরচ হয়েছে। খরচের অঙ্ক ২২ কোটি ৮৯ লক্ষ ৬৮ হাজার ৫০৯ টাকা। তার আগে ওই বছরের মে মাসে জাপান গিয়েছিলেন মোদী। সেখানে খরচ হয়েছিল প্রায় ১৭ কোটি টাকা। ২০২২ সালের মে মাসে মোদীর নেপালযাত্রায় খরচ হয়েছিল ৮০ লাখ।

Advertisement

২০২৪ সালে তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া, ইটালি, ব্রাজ়িল এবং গিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইটালিতে মোদীর সফরে খরচ প্রায় সাড়ে ১৪ কোটি। রাশিয়া এবং ব্রাজ়িলে খরচ প্রায় সাড়ে পাঁচ কোটি। ১০ কোটি খরচ হয়েছে পোল্যান্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement