Ranthambore National Park

রণথম্ভোরে নিখোঁজ ২৫টি বাঘ

রণথম্ভোরে ৭৫টি বাঘ এবং বাঘিনি রয়েছে। বন দফতরের একটি সূত্রের দাবি, গত এক বছরে ২৫টি বাঘের কোনও খোঁজ নেই। তাদের মধ্যে ১১টি বাঘের গতিবিধির উপরে নজর রাখা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ০৭:৫৭
Share:

রণথম্ভোর জাতীয় উদ্যানে গত এক বছরে খোঁজ নেই ২৫টি বাঘের। —ফাইল ছবি।

রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে গত এক বছরে খোঁজ নেই ২৫টি বাঘের। সম্প্রতি প্রকাশিত একটি বাঘ নজরদারির রিপোর্টে এই পরিসংখ্যান সামনে আসায় হইচই পড়ে গিয়েছে।

Advertisement

রণথম্ভোরে ৭৫টি বাঘ এবং বাঘিনি রয়েছে। বন দফতরের একটি সূত্রের দাবি, গত এক বছরে ২৫টি বাঘের কোনও খোঁজ নেই। তাদের মধ্যে ১১টি বাঘের গতিবিধির উপরে নজর রাখা যায়নি। বাকি ১৪টি বাঘ কী ভাবে উধাও হয়ে গেল সে সম্পর্কে বন দফতরের কাছে কোনও খবর নেই। রাজস্থানের মুখ্য বনসংরক্ষক পবনকুমার উপাধ্যায় এই ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটি দু’মাসের মধ্যে বাঘেদের নিখোঁজ হওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করবে। যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে রয়েছেন মুখ্য বনসংরক্ষক, বন সংরক্ষক এবং ডেপুটি বনসংরক্ষক।

কী ভাবে বাঘগুলি নিখোঁজ হয়ে গেল, এক বছরের মধ্যে এতগুলি বাঘ উধাও হয়ে যাওয়ার কারণ কী, বাঘের গতিবিধিতে ঠিক মতো নজরদারি চালানো হয়েছিল কি না— এই সব নিয়ে তদন্ত চালাবে ওই কমিটি। পাশাপাশি, কোনও কর্মী বা আধিকারিকের গাফিলতি রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখবে বন দফতর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement