Roof collapsed

শ্মশান ভবন ভেঙে মৃত ২৩

পুলিশ জানিয়েছে, আজ জয় রাম নামে এক ব্যক্তির সৎকার করতে শ্মশানে গিয়েছিলেন মৃতের পরিচিতেরা।

Advertisement

সংবাদ সংস্থা

গাজিয়াবাদ শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০৫:১৭
Share:

প্রতীকী ছবি।

শ্মশানের ভিতরে একটি ভবনের ছাদ ভেঙে পড়ে রবিবার মৃত্যু হল অন্তত ২৩ জনের। আহত কমপক্ষে ১৫জন। উত্তরপ্রদেশের মুরাদনগরের উখলারসি গ্রামের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, আজ জয় রাম নামে এক ব্যক্তির সৎকার করতে শ্মশানে গিয়েছিলেন মৃতের পরিচিতেরা। হঠাৎ বৃষ্টি নামে। শ্মশানের ভিতরের ভবনটিতে আশ্রয় নেন অনেকে। সেই সময়েই হঠাৎ হুড়মুড় করে ভেঙে পড়ে ওই ভবনের ছাদ। ঘটনার খবর পেয়েই উদ্ধার কাজে নামে পুলিশ এবং দমকল বাহিনী। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কয়েক ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় ২৩ জনের দেহ। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজিয়াবাদের (গ্রামীণ) পুলিশ সুপার ইরাজ রাজা জানিয়েছেন, উদ্ধার কাজ এখনও চলছে। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে জানিয়েছেন, মুরাদনগরের দুর্ভাগ্যজনক খবরে অত্যন্ত দুঃখিত। রাজ্য সরকার জোরকদমে উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনাও করেছেন প্রধানমন্ত্রী। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার-পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। মেরঠের ডিভিশনাল কমিশনার এবং মেরঠ জ়োনের এডিজি-কে গোটা ঘটনার রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।মেরঠের ডিভিশনাল কমিশনার অনিতা সি মেশরাম জানিয়েছেন, এই ঘটনায় কে বা কারা দায়ী, তা খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement